ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সুমনের বাগানে থোকায় থোকায় ঝুলছে ১৩ জাতের আঙুর

নিজের আঙুর বাগানে তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ। ছবি : কালবেলা
নিজের আঙুর বাগানে তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। মাত্র সাত শতাংশ জমিতে ১৩ জাতের বাহারি লাল, কালো আর সবুজ রঙের আঙুর চাষ করে নজর কেড়েছেন কলেজপড়ুয়া এ তরুণ। উন্নত মানের আঙুর চাষ করে সাফল্য পেয়েছেন, যা স্থানীয় কৃষিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে।

সুমন আহমেদ ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামের কৃষক পরিবারের সন্তান। টাঙ্গাইলের সখীপুর সরকারি মুজিব কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছেন। পড়ালেখার পাশাপাশি আঙুর চাষে মন দিয়েছেন তিনি।

সুমন মিয়া কালবেলাকে বলেন, ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহ। বাবার কৃষিকাজ ও স্থানীয় বাজারে পরিবারের কীটনাশকের দোকান আমাকে কৃষিতে যুক্ত হতে উদ্বুদ্ধ করে। এলাকাজুড়ে ড্রাগন ফল, পেয়ারা, কলাসহ বিদেশি ফলের ভালো ফলন দেখে আঙুর চাষের ভাবনা আসে মাথায়। ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন দেশের চাষপদ্ধতি দেখে ২০২২ সালে যশোর থেকে ভারতীয় জাতের ২৭টি আঙুরের চারা এনে নিজ বাড়ির পাশে রোপণ করি।

তিনি আরও বলেন, প্রথম বছর ফলনে আশানুরূপ মিষ্টতা না থাকায় হতাশ হই। এরপর দুই বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে চলতি বছর নতুনভাবে বাগান সাজাই। নাটোর, রাজশাহী, ফরিদপুর, জামালপুরসহ বিভিন্ন এলাকা থেকে ১৩ জাতের ৬০টি চারা সংগ্রহ করি। এর মধ্যে আছে বাইকুনর, একেলো, ভেলেজ, ডিক্সন, জয় সিডলেজ, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ব্ল্যাক ম্যাজিক, থার্টি ওয়ান, মাসকাট হোয়াইট, আমেরিকান রিলায়েন্স, মার্সেল ফোর্স, ভেলক ও গ্রিন লং।

সুমন মিয়া বলেন, ইউটিউবে দেখে দেখে চাষপদ্ধতি শিখেছি। লতানো গাছের জন্য উঁচু মাচা করে দিয়েছি। ২৫টি গাছ নষ্ট হয়ে গেলেও বাকি ৩৫টি গাছে এবার ফলন ভালো হয়েছে। আঙুর বাগানে শুধু ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। এ ছাড়া অন্য রাসায়নিকের প্রয়োজন হয় না। এ মাসের শুরু থেকে পাকতে শুরু করেছে আঙুর। আগামী মাসের শেষে পুরো বাগানের ফল বিক্রি শেষ হবে।

তিনি বলেন, স্থানীয়রা আঙুর কিনে নিয়ে যান। সবুজ আঙুর ৪০০ টাকা এবং লাল-কালো আঙুর ৪৫০ টাকা কেজিতে বিক্রি করি। প্রতিটি গাছে ধরেছে ১৫ থেকে ২০ কেজি ফল। এখন পর্যন্ত বাগানে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে জানিয়ে এ তরুণ বলেন, এ বছরই সব খরচ উঠে যাবে আশা করছি। অনেকে আমার কাছ থেকে চারা নিয়ে চাষ শুরু করেছেন। আমি চাই বাংলাদেশে ঘরে ঘরে আঙুরের চাষ হোক। বিদেশ থেকে যেন আর আঙুর আনতে না হয়।

এ কৃষি উদ্যোক্তা বলেন, গত বছরের তুলনায় এ বছর সুমনের আঙুর চাষে উল্লেখযোগ্য ফলন হয়েছে। আগামীতেও ফলনের পরিমাণ আরও বাড়বে। দেশজুড়ে যদি এইভাবে উন্নত জাতের আঙুর চাষ বিস্তৃত করা যায়, তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আঙুর আমদানির প্রয়োজন নাও হতে পারে।

সুমনের মা সুফিয়া আক্তার বলেন, বাড়ির পাশেই ছেলের শখের আঙুর বাগান। আঙুরের বাগান করার কথা শুনে প্রথমে নিষেধ করেছি। ছেলে বায়না ধরায় শেষ পর্যন্ত আর না করতে পারেননি। গত বছর আঙুর হলেও সেগুলো টক হয়েছিল। কিন্তু এ বছর বাগানজুড়ে আঙুর হয়েছে, খেতেও অনেক মিষ্টি। আঙুর দেখলে মনটা ভালো হয়ে যায়।

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ভালুকা উপজেলার মাটি যে কোনো ফল চাষের জন্য উপযোগী। সুমন পরীক্ষামূলকভাবে তার বাড়ির আঙিনায় আঙুর চাষ করেছে। সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে ভালুকার মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য উপযুক্ত।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার বানু বলেন, গত শনিবার সুমনের আঙুর বাগান ঘুরে দেখেছি জেলায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের উদাহরণ নেই। অনেকের ধারণা, এখানকার মাটিতে আঙুর টক হবে। এ ধারণা ভুল প্রমাণ করেছে সুমনের বাগান। তার বাগানের আঙুর মিষ্টি। আঙুরের চারা তৈরিতেও সুমন দক্ষ হয়ে উঠছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করছেন মারিয়া মিম

শাহরুখের সঙ্গে মজা করতে গিয়ে বিব্রত ওয়ামিকা

ডিএনসিসির  দাবি / পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ভিপি নুরের

হামজাদের ম্যাচের টিকিট মূল্য ৪০০ থেকে ৫ হাজার

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক

কুয়ালালামপুরে বাংলাদোশিসহ ১৭৮৯ জন অবৈধ অভিবাসী আটক

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল নব্বই দশকের শপথ, যুক্ত হলো দুর্নীতিবিরোধী অঙ্গীকার

এবার রাজপথে নামছেন ইশরাক

১০

পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন

১১

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

১২

‘হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

১৩

৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি

১৪

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার

১৫

চুয়াডাঙ্গায় ৭ পুলিশের নামে হত্যা মামলা

১৬

দেশের বড় নদীগুলোর ওপর আঘাত হানতে পারে কালবৈশাখী, সতর্কতা

১৭

ঢাকার যানজট নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া

১৮

লিটনদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, লড়াই শুরু ২৮ মে

১৯

যে দক্ষতাগুলো ব্যাংকারকে এগিয়ে রাখতে পারে!

২০
X