আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আখাউড়া বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু

আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাচ্ছে ট্রাকভর্তি মাছ। ছবি : কালবেলা
আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাচ্ছে ট্রাকভর্তি মাছ। ছবি : কালবেলা

বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ১০টি গাড়িতে করে প্রায় ৭০ টন হিমায়িত মাছ আগরতলায় রপ্তানি হয়েছে। তার আগে সকাল থেকে ৩টি ট্রাকে করে ৯০ টন পাথর ও ৬টি ট্রাকে করে ১০৬ টন ভোজ্যতেল ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হয়েছে। গত বুধবার এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতায় মাছ ব্যাতিত সিমেন্ট ও ভোজ্যতেল রপ্তানি হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের ইএক্সপির প্রয়োজন হয়। ওই কাগজপত্র মাছ ব্যবসায়ীদের হাতে না পৌঁছানোয় বুধবার ব্যবসায়ীরা ভারতে মাছ রপ্তানি করতে পারেননি। আজ এক্সপোর্ট পারমিট জটিলতা কাটিয়ে সকাল থেকে মাছ রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরে গত এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুঁটকি।

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, হিমায়িত মাছের পর সবচেয়ে বেশি রপ্তানি হয় প্লাস্টিক পণ্য, পিভিসিসামগ্রী, চিপস, বিস্কু, ফলের স্বাদযুক্ত জুস ও তুলা। প্রতিদিন প্রায় ৪০-৪৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য রপ্তানি হয় ভারতে। ফলে এ পণ্যগুলো আমদানি নিষেধাজ্ঞার আওতায় পড়ায় রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেল, প্লাস্টিক, বর্জ তুলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

‘ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন’

ক্ষেতলাল থানায় ১০ মাসে ৫ ওসির বদলি

নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা : জাতীয়তাবাদী সমমনা জোট 

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি

ইসরায়েলের ফের হামলায় ইরানে ২০ শিশুসহ নিহত ৬০

কারিশমার প্রাক্তন স্বামী মৃত্যুর আগে কী লিখেছিলেন?  

মেয়ের মরদেহ বাড়িতে রেখে মামলা করতে ১২ ঘণ্টা ধরে থানায় বাবা

১০

দর্শক খরায় ‘তাণ্ডব’, হাহাকার রুহুলের  

১১

বিদেশ থেকে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় : জামায়াত

১২

রেল‌সেতু‌র পিলারে ধাক্কা লেগে ডুবে গেল বাল্কহেড

১৩

অগ্নি দুর্ঘটনা রোধে যে সতর্কবার্তা দিল তিতাস

১৪

পদ্মার এক পাঙাশ অর্ধ লাখে বিক্রি

১৫

লন্ডনে বৈঠক গণতন্ত্রের পথে এক মাইলফলক : জেএসডি 

১৬

নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরছেন পগবা!

১৭

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

১৮

লন্ডনে বৈঠক / অনৈক্যের আশঙ্কা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি : রাশেদ প্রধান 

১৯

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

২০
X