চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত ৮টায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নাজমুল কবির মুক্তা ২০২১ সালে দুর্লভপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগের নানা অপকর্ম ও গুম-খুনে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় হলমোড় এলাকা থেকে আওয়ামী লীগ মুক্তাবে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালের গুম খুনের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন