সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, তানজিলা টেক্সটাইলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ

সাভারের আশুলিয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তানজিলা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তানজিলা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে। ছবি : কালবেলা

আদালতের নিষেধাজ্ঞা ও একাধিক সাধারণ ডায়েরির (জিডি) তোয়াক্কা না করে সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তানজিলা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, কোম্পানিটির জেনারেল ম্যানেজার আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী সীমানা প্রাচীর ভেঙে বৈধ মালিক বাংজিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের জমিতে জবরদখল চালায়।

বাংজিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের দাবি, তারা ২০১৩ ও ২০১৫ সালে যথাক্রমে দলিল নং ৮৫৬৯ ও ১৪৫০৯-এর মাধ্যমে ইমান আলী ও অনিল চন্দ্র গংয়ের কাছ থেকে ২৫ দশমিক ৭৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করে। সম্পত্তি রেকর্ডভুক্ত, নামজারি ও খাজনা পরিশোধিত। তবু দীর্ঘদিন ধরে কোম্পানিটি দখলচেষ্টা ও হয়রানির শিকার হচ্ছে বলে দাবি করা হয়।

প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম রাজু অভিযোগ করে বলেন, ‘তানজিলা টেক্সটাইল কোনো কোম্পানি নয়, এটি একটি সুসংগঠিত ভূমিদস্যু চক্র। আমাদের প্রহরীকে মারধর, সাইনবোর্ড ভাঙচুর, প্রাণনাশের হুমকি—এসব কিছু করেছে আজাদের সন্ত্রাসী বাহিনী।’

তিনি বলেন, ‘গত ৬ জুলাই আজাদ নেতৃত্বাধীন প্রায় ৬০-৭০ জনের একটি দল সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা, বালি দিয়ে ভরাট এবং পাইলিংয়ের কাজ শুরু করে। বাধা দিলে বাংজিনের কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়।’

উল্লেখ্য, তানজিলা টেক্সটাইল কোনো অনুমতি ছাড়াই ৩৩ কেভি ভোল্টেজের একটি বিদ্যুৎ লাইন এ জমির উপর দিয়ে টেনে নেয়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ নিয়ে আশুলিয়া থানায় জিডিও হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১০ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন তানজিলা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান শিমুল, জেনারেল ম্যানেজার মো. আজাদ, ম্যানেজার মো. হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির-১ জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান লস্কর এবং স্থানীয় বাসিন্দা মো. রবিউল আলম রবি ও মো. সমরাজ আল মামুন, ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানায়, তানজিলা টেক্সটাইলের নামে একাধিক জমি এভাবেই জবরদখল করে নেওয়া হয়েছে। কোম্পানিটি এখন ‘ভূমিদস্যু’ নামে পরিচিত। আগে যেসব জমি ভরাট করতেন আজাদ, এখন তা করছেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে।

এ ছাড়া গত ৩০ জুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক, ঢাকা জেলা উত্তর) আরাফাতুল ইসলামের পক্ষ থেকে উভয় পক্ষকে নোটিশ করা হলেও বিবাদীরা হাজির হয়নি বলে জানা গেছে।

আশুলিয়া থানার এসআই মো. সাইফুল্লাহ আকন্দ জানান, ‘আদালতের নির্দেশ পেয়েই আমরা গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করি এবং সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেই। কিন্তু একাধিকবার নিষেধ করার পরও তারা নির্দেশনা মানেনি। বিষয়টি আদালত অবমাননার শামিল। পুলিশের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।’

অভিযোগের বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান লস্কর বলেন, ‘কারও আপত্তি থাকলে জমির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। আপত্তির বিষয়টি সংযোগের পরে জানতে পেরেছি। জমির মালিক অফিসিয়াল দরখাস্ত দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আর বাংজিন কর্তৃপক্ষের দাবি, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর এবং দখলকারী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। অন্যথায় তারা আইনের শরণাপন্ন হয়ে আরও কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বিষয়টি নিয়ে তানজিলা টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো সাড়া না দেওয়ায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালবেলাকে বলেন, আমরা আদালতকে প্রতিবেদন দেব যে, তারা আদালতের আদেশ মানছেন না। ১৮৮ ধারায় ব্যবস্থা নেওযা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ঘোষণা দিয়ে মাঠে নামলেন সাবেক মেয়র আরিফ

মেঘনায় ইলিশের আকাল

সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, তানজিলা টেক্সটাইলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ

মিটফোর্ডে বর্বরতার দায় বিএনপি ও সরকারকেই নিতে হবে : ইসলামী আন্দোলন

‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৃশংসতার রাজনীতি চলতে পারে না’

ব্যবসায়ী হত্যা / যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

তুরাগ থানা এলাকায় বিএনপি নেতা কফিল উদ্দিনের লিফলেট বিতরণ

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা, মুখ খুললেন সেই সাব-রেজিস্ট্রার

১০

কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. মাসুদ

১১

বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা

১২

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যাকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ এবি পার্টির

১৩

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

১৪

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

১৫

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৬

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

১৭

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরের দাবি ও আহ্বান

১৯

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

২০
X