সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:০২ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, তানজিলা টেক্সটাইলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ

সাভারের আশুলিয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তানজিলা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তানজিলা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে। ছবি : কালবেলা

আদালতের নিষেধাজ্ঞা ও একাধিক সাধারণ ডায়েরির (জিডি) তোয়াক্কা না করে সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তানজিলা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, কোম্পানিটির জেনারেল ম্যানেজার আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী সীমানাপ্রাচীর ভেঙে বৈধ মালিক বাংজিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের জমিতে জবরদখল চালায়।

বাংজিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের দাবি, তারা ২০১৩ ও ২০১৫ সালে যথাক্রমে দলিল নং ৮৫৬৯ ও ১৪৫০৯-এর মাধ্যমে ইমান আলী ও অনিল চন্দ্র গংয়ের কাছ থেকে ২৫ দশমিক ৭৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করে। সম্পত্তি রেকর্ডভুক্ত, নামজারি ও খাজনা পরিশোধিত। তবু দীর্ঘদিন ধরে কোম্পানিটি দখলচেষ্টা ও হয়রানির শিকার হচ্ছে বলে দাবি করা হয়।

প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম রাজু অভিযোগ করে বলেন, ‘তানজিলা টেক্সটাইল কোনো কোম্পানি নয়, এটি একটি সুসংগঠিত ভূমিদস্যু চক্র। আমাদের প্রহরীকে মারধর, সাইনবোর্ড ভাঙচুর, প্রাণনাশের হুমকি—এসব কিছু করেছে আজাদের সন্ত্রাসী বাহিনী।’

তিনি বলেন, ‘গত ৬ জুলাই আজাদ নেতৃত্বাধীন প্রায় ৬০-৭০ জনের একটি দল সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা, বালি দিয়ে ভরাট এবং পাইলিংয়ের কাজ শুরু করে। বাধা দিলে বাংজিনের কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়।’

তানজিলা টেক্সটাইল কোনো অনুমতি ছাড়াই ৩৩ কেভি ভোল্টেজের একটি বিদ্যুৎ লাইন এ জমির ওপর দিয়ে টেনে নেয়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ নিয়ে আশুলিয়া থানায় জিডিও হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১০ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন তানজিলা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান শিমুল, জেনারেল ম্যানেজার মো. আজাদ, ম্যানেজার মো. হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির-১ জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান লস্কর এবং স্থানীয় বাসিন্দা মো. রবিউল আলম রবি ও মো. সমরাজ আল মামুন, ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, তানজিলা টেক্সটাইলের নামে একাধিক জমি এভাবেই জবরদখল করে নেওয়া হয়েছে। কোম্পানিটি এখন ‘ভূমিদস্যু’ নামে পরিচিত। আগে যেসব জমি ভরাট করতেন আজাদ, এখন তা করছেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে।

এ ছাড়া গত ৩০ জুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক, ঢাকা জেলা উত্তর) আরাফাতুল ইসলামের পক্ষ থেকে উভয়পক্ষকে নোটিশ করা হলেও বিবাদীরা হাজির হয়নি বলে জানা গেছে।

আশুলিয়া থানার এসআই মো. সাইফুল্লাহ আকন্দ জানান, আদালতের নির্দেশ পেয়েই আমরা গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করি এবং সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেই। কিন্তু একাধিকবার নিষেধ করার পরও তারা নির্দেশনা মানেনি। বিষয়টি আদালত অবমাননার শামিল। পুলিশের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।’

অভিযোগের বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান লস্কর বলেন, ‘কারও আপত্তি থাকলে জমির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। আপত্তির বিষয়টি সংযোগের পরে জানতে পেরেছি। জমির মালিক অফিসিয়াল দরখাস্ত দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আর বাংজিন কর্তৃপক্ষের দাবি, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর এবং দখলকারী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। অন্যথায় তারা আইনের শরণাপন্ন হয়ে আরও কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বিষয়টি নিয়ে তানজিলা টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো সাড়া না দেওয়ায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালবেলাকে বলেন, আমরা আদালতকে প্রতিবেদন দেব যে, তারা আদালতের আদেশ মানছেন না। ১৮৮ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X