চট্টগ্রামের সাতকানিয়ায় নুরুল আলম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মামলার চার্জ গঠনের পর নির্দোষ প্রমাণিত হওয়ায় ওয়াহিদুজ্জামান নামের একজন দায়মুক্তি খালাস পেয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী সেকান্দর আলী রায়ের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- মো. হারুন, আসাদুল হক আসাদ ও তোফায়েল আহম্মদ। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়া থানার চরতি এলাকায় নুরুল আলমকে গুলি করে হত্যা করা হয়। মামলা দায়েরের পর পুলিশ চার্জশিট জমা দিলে ২০১০ সালের ১৩ মে ৪ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
মন্তব্য করুন