হুমায়ুন কবির, সাভার
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উৎপাদন খরচ, রপ্তানি হ্রাস ও দরপতনে দিশাহারা ট্যানারি মালিকরা

সাভার চামড়াশিল্প নগরীর ট্যানারিতে ব্যস্ত সময় পাড় করছে শ্রমিকরা। ছবি : কালবেলা
সাভার চামড়াশিল্প নগরীর ট্যানারিতে ব্যস্ত সময় পাড় করছে শ্রমিকরা। ছবি : কালবেলা

ঈদের আগমুহূর্তে তীব্র দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সাভার চামড়াশিল্প নগরীর ট্যানারি মালিকরা। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, চীনের বায়ারদের দরপতনের চাপ এবং রপ্তানি স্থবিরতার ত্রিমুখী সংকটে বিপর্যস্ত দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী এ খাত।

চামড়া খাত সংশ্লিষ্টদের ভাষ্য, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার প্রভাব পড়েছে সরাসরি এ খাতে। চীনা আমদানিকারকরা যুক্তরাষ্ট্র-চীন শুল্ক যুদ্ধের অজুহাতে ১০-১৫ শতাংশ মূল্য হ্রাসের দাবি জানাচ্ছেন। অথচ ঈদ সামনে রেখে বিপুল সংখ্যক কাঁচা চামড়া সংগ্রহে ট্যানারি মালিকদের প্রয়োজন নগদ অর্থ। এ মুহূর্তে ১০০-১২০টি কনটেইনারে আটকে আছে প্রক্রিয়াজাত চামড়া—ক্রেতার ছাড়পত্র না মেলায় এসব পণ্য রপ্তানি করা যাচ্ছে না।

চীনের দখলে বাজার, বিকল্প নেই

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং এবিএস ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসাইন কালবেলাকে বলেন, ‘গত বছরের সংগৃহীত পশুর চামড়ার ২৫-৩০ শতাংশ এখনো অবিক্রিত। চীনা বায়াররা কম দামে পণ্য নিতে চায়। আমরা উৎপাদন খরচই তুলতে পারছি না। এলডব্লিউজি সনদ না থাকায় বাজার নির্ভর হয়ে পড়েছে চীনের ওপর।’

তিনি জানান, ‘শ্রমিকের মজুরি, লবণ, ব্যাংক সুদ—সবকিছুর খরচ বেড়েছে। ৭৪ কেজির লবণের বস্তা এখন ১ হাজার টাকা, ব্যাংক সুদ বেড়ে ১৬ শতাংশ হয়েছে। এই পরিস্থিতিতে চামড়া কিনে প্রক্রিয়াজাত করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।’

রপ্তানির ধারাবাহিক পতন

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চামড়া রপ্তানি ৮ দশমিক ২৪ শতাংশ হ্রাস পেয়ে ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছর এ সময় আয় হয়েছিল ১১৭ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

বিসিক চামড়াশিল্প নগরীর এক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে তারা ৫৪ লাখ বর্গফুট চামড়া রপ্তানি করে আয় করেছে ৩৯ দশমিক ৩৭ কোটি টাকা—যা আগের বছরের তুলনায় ৩৮ দশমিক ১২ শতাংশ কম। প্রতি স্কয়ার ফুটে গড় দামও কমেছে ১২ দশমিক ৪৪ শতাংশ।

সরকার চাইলে সব সম্ভব

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং এবিএস ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসাইন কালবেলাকে বলেন, ফুল সেক্টরের জন্য আমাদের আড়াইশো কোটি টাকার নগদ সহায়তার ক্লেইম ছিল। বাংলাদেশ ব্যাংকে এ প্রণদোনার ক্লেইম ছিল। সরকার বলেছিল, এটি ছাড় করে দেবেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি এখনো তেমন কিছু করেনি।

এমনকি আসছে কোরবানি ঈদে চামড়া কেনার জন্য ব্যাংক থেকেও আমরা কোনো লোন সুবিধা পাচ্ছি না উল্লেখ করে তিনি বলেন, ‘হাজারীবাগে যেই চামড়া ১ দশমিক ৪০ ডলারে বিক্রি করতাম, এখন তা যাচ্ছে শূন্য দশমিক ৪৫ ডলারে। ৮ লাখ স্কয়ার ফুট চামড়া শিপমেন্টের অপেক্ষায় পড়ে আছে। চীনা বায়াররা শুল্কের বাড়তি চাপ আমদানিকারকদের ওপর চাপিয়ে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই সেক্টরের একমাত্র উত্তরণের পথ এলডব্লিউজি সার্টিফিকেশন। সরকার যদি সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনার সমাধান করে, তাহলে আমরা প্রস্তুত আছি।’

মূল্য বৃদ্ধি নয়, দাবি করছে বিসিক

বিসিক লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন অবশ্য বলেছেন, ‘লবণের দাম বেড়েছে—এ অভিযোগ পুরোপুরি সত্য নয়। বরং কক্সবাজারে মণপ্রতি দাম কমে এসেছে ৩০০ টাকা থেকে ২৭০ টাকায়। মিলে ১৩ টাকা কেজি দরে সরবরাহ করছি।’

সিইটিপি উন্নয়নে বিদেশি সহায়তা

ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানির এমডি গোলাম শাহনেওয়াজ বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৫ মাস মেয়াদী একটি প্রকল্পে সিইটিপি’র সক্ষমতা যাচাই ও মানোন্নয়ন শুরু হয়েছে মার্চ থেকে।’

তিনি বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ১০ কোটি টাকার একটি সেইফ ল্যান্ডফিল নির্মাণের উদ্যোগও নিয়েছে সরকার। চামড়া খাতের বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জন্য মোট ১ হাজার ৭১০ নম্বরের মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ১৫০ নম্বর নির্ধারিত রয়েছে, সেখানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

সংকটের ছায়া দীর্ঘতর

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান বলেন, ‘গত বছর যেই চামড়া ৭২ সেন্টে বিক্রি করেছি, এ বছর তা শুরু হয়েছে ৪৫ সেন্ট থেকে। দেশের ফুটওয়্যার মার্কেটের ৯০ শতাংশই আমদানিনির্ভর—আমাদের দখল কম।’

চামড়া খাতের নেতৃস্থানীয়রা বলছেন, সরকারের দৃষ্টিভঙ্গি না বদলালে সামনে আরও খারাপ সময় অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

গুম করে কীভাবে ভারতে নেওয়া হয়, জানালেন সালাহউদ্দিন আহমদ

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

মেলানিয়া ট্রাম্পের দাবিতে সাড়া দিলেন পুতিন

ছবিতে প্রথমে কী দেখছেন বলে দেবে, মানুষ আপনাকে কেমনভাবে দেখে

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা

এশিয়ান কাপ খেলতে যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

১০

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

১১

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

১২

ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, তারিখ ঘোষণা

১৩

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে পরিচালকের নিষেধাজ্ঞা

১৪

এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়নপ্রত্যাশী 

১৫

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

১৬

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৭

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল

১৮

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

১৯

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

২০
X