সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে টহল জোরদার, ঘরমুখো মানুষের স্বস্তির ঈদযাত্রা

মহাসড়কসহ স্বস্তিদায়ক সিলেটবাসীর ঈদযাত্রা। ছবি : কালবেলা
মহাসড়কসহ স্বস্তিদায়ক সিলেটবাসীর ঈদযাত্রা। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা আগামীকাল শনিবার। দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রাপথে ভোগান্তির খবর থাকলেও, হবিগঞ্জের মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ হয়ে বড়চর বাজার পর্যন্ত ৫৬ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটবাসীর ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ।

ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ছয় লেন উন্নয়ন কাজের কারণে কিছুটা বেহাল অবস্থা বিরাজ করলেও, হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের সদস্যদের পরিশ্রম, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি এবং পরিবহন মালিক-শ্রমিকদের সচেতনতায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। তবুও এবারের ঈদযাত্রায় বড় কোনো যানজট হয়নি, ছিল না ডাকাতির খবর, অতিরিক্ত ভাড়ারও অভিযোগ ওঠেনি।

শুক্রবার (৬ জুন) ভোরবেলা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দাঁড়িয়ে থাকা সোহাগ আর শারমিনের মুখে ছিল ক্লান্তি কিন্তু চোখে ছিল প্রশান্তি। তারা বলেন, ‘ভাবছিলাম অনেক ভোগান্তি হবে, কিন্তু খুব সুন্দরভাবে আসতে পেরেছি। পুলিশ ভালোভাবে সহযোগিতা করেছে।’

ট্রাক মালিক সমিতির নেতা মো. রফিকুল ইসলাম জানান, পরিবহন শ্রমিকদের সচেতনতা এবং পুলিশের তৎপরতায় এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন।

সিলেট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম কালবেলাকে বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছেছেন। কোনো ধরনের দুর্ঘটনা ও কোনো ডাকাতি হয়নি। এতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভূমিকা ছিল অনন্য।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক কালবেলাকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, এক মাস পূর্বেই, মাধবপুর হতে বড়চর বাজার পর্যন্ত হাইওয়ে এলাকার আওতাধীন ৫৬ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধকল্পে প্রতিদিন তিনটি টহল পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের ঈদ যাত্রা স্বস্তি ও নিরাপদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে এই আমাদের প্রত্যাশা।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মো. রেজাউল করিম কালবেলাকে জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত দেড় মাস ধরে মহাসড়ক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিক বৈঠক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য নির্ঘুমভাবে মহাসড়কে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, এবারের ঈদে সিলেট অঞ্চলে কোনো পশুবাহী ট্রাক ছিনতাই হয়নি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের খবরও পাওয়া যায়নি। বাস মালিক সমিতির নেতা ছায়েদ আলী বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় আমরা যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর মন্দিরের পথে ভয়াবহ ধস, ৩০ জনের মৃত্যু

আত্মহত্যায় সাহায্যের অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

রাজশাহীতে সিসিএসের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন

কৃষি জমি রক্ষায় দ্রুত আইন আসছে : কৃষি উপদেষ্টা

১০

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

১১

সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ

১২

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২৪৫০ কোটি টাকার ক্ষতি

১৩

কবরের আজাব ও বার্ধক্যের দৈন্য থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

১৪

ডুবন্ত বাঁধ নির্মাণ হলে হাওরে কৃষি উৎপাদনের ক্ষতি কমানো সম্ভব : রিজওয়ানা হাসান

১৫

আমড়া ভর্তা খেয়ে হাসপাতালে ৬ শিক্ষার্থী

১৬

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বৃহস্পতিবার

১৭

‘কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না’

১৮

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা

১৯

পাঁচটি কংক্রিট মিক্সারসহ নিলামে ৫৮ লট পণ্য

২০
X