বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে সংবর্ধনা ও তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলে সংবর্ধনা ও তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে হবে।

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ মাঠে আয়োজিত সিঙ্গেল ডিজিট কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং ছাত্র ও তারুণ্যের বিশাল সমাবেশে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই বাংলাদেশে ডামি একটা নির্বাচন হয়েছে। শুধু ডামি নির্বাচন হয় নাই, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি একটা সরকার হয়েছে। ডামি সরকারের মাধ্যমে একটা ডামি বিরোধীদল করা হয়েছে। এই ডামি সরকারের লোকেরা শুধু দিনের ভোট রাতে করে নাই, আমাদের ভোটের অধিকার নিয়ে একজনের ভোট আরেক জনকে দিয়ে আমাদের ডামি নাগরিকে পরিণত করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্বের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আসার পথে শিক্ষার্থী ও অভিভাবকদের বাধা দেওয়ার ঘটনায় তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে ওই পরিস্থিতি প্রত্যাখ্যান করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, যে ফ্যাসিস্টদের উৎখ্যাত করার মধ্যদিয়ে দেশটাকে রক্ষা করা হয়েছে, ফ্যাসিস্টদের করব রচনা হয়েছে, আবার নতুন করে ফ্যাসিস্টদের মাথা উঁচু করে দাঁড়াক এই বাউফলবাসি তা দেখতে চায় না।

এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের অনুষ্ঠানে আসাকে কেন্দ্র করে উপজেলার কনকদিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ড. মাসুদ বলেন, এই বাউফলে নতুন করে কোনো সন্ত্রাসীকে সহ্য করা হবে না। তারা তরুণ যুবকদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আজ আমরা তাদের হাতে তুলে দিয়েছি ক্রেস্ট এবং কলম। আমরা আজকে তাদের জবাব ক্রেস্ট এবং কলম দিয়ে দিয়েছি। সুতরাং আমাদেরকে যদি অস্ত্র দিয়ে জবাব দিতে চান, সবচেয়ে বড় ভুল করবেন। ছাত্রশিবিরকে অস্ত্র দিয়ে মোকাবিলা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।

নিজ নির্বাচনী এলাকার বিষয়ে জামায়াত নেতা মাসুদ বলেন, কোনো চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদের বিজয়ের প্রয়োজন নাই। আমরা দখলবাজ, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনব। এই বিজয়, এই লড়াই, এই আন্দোলন অব্যাহত থাকবে। এই বাউফলবাসী বিগত দিনের মতো লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, এই বাউফলকে মনে প্রাণে আল্লাহর কাছে সোপর্দ করতে চাই। আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমি তারিখ ঘোষণার সাথে সাথে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবশ্যই প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে হবে।

এসময় তিনি নিজ নির্বাচনী এলাকা বাউফলের বিষয়ে বলেন, প্রশাসন যদি সন্ত্রাসীদের আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে এই বাউফলের সাতজন শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, আমাদের শহীদদের রক্তের সঙ্গে আর কোনো নতুন ফ্যাসিস্টদের বেইমানি করতে দেওয়া হবে না।

এর আগে তিনি অনুষ্ঠানের প্রথম পর্বে সিঙ্গেল ডিজিট কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের মাছে ক্রেস্ট ও দুপুরের খাবারসহ উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া শিক্ষার্থী সংবর্ধনা এবং ছাত্র ও তারুণ্যের বিশাল সমাবেশ উপলক্ষে শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে উৎসাহ তৈরিতে একপর্যায়ে কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাথমিকের ২ হাজার ১শ ৫১ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজর ১শ ৫ জন ও মাদ্রাসা থেকে ৩ হাজার ২শ চল্লিশ জন সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে। তবে শেষ পর্যন্ত এই সংখ্যা ছাড়িয়ে গেছে জানিয়েছেন অনুষ্ঠান পরিচালনায় থাকা স্বেচ্ছাসেবকদের কয়েকজন। শিক্ষার্থী-শিক্ষক আর অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় এ অনুষ্ঠান। কলেজ মাঠের বিশাল প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশপাশেও প্রচুর সংখ্যক লোকজনকে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার আয়োজনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার আমির, অ্যাড. মো. নাজমুল আহসান, বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর। অ্যাকাডেমিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আলী আম্মার মূয়াজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. মো. মুনতাসির ওয়াদুদ, ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রিন্সিপাল নাহিদ ফারুক আল আজহারী।

অনুষ্ঠানে অ্যাকাডেমিক সেশন সঞ্চালক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন শিল্পী ও নাট্যকার কবির বিন সামাদ ও বরিশালের হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. লিমন হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে

সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুর্দি যোদ্ধারা

দক্ষিণ ইয়েমেনের সব বাহিনী সৌদি জোটের অধীনে

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

খুলনায় আবারও যুবককে গুলি করে হত্যা

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

১০

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

১১

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১২

আগুনে পুড়ল ৬ ঘর

১৩

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

১৪

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

১৫

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

১৬

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

১৭

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৮

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

১৯

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

২০
X