চুয়াডাঙ্গার জীবননগর বাজারে কুড়িয়ে পাওয়া আইফোন কোম্পানির একটি মোবাইল থানায় জমা দিয়ে সততার পরিচয় দিলেন মো. আব্দুস সোবহান নামের এক প্রতিবন্ধী ভিক্ষুক।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে থানায় সেই মোবাইলটি জমা দেন তিনি।
ভিক্ষুকের এমন ঘটনায় প্রশংসা করেছেন জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান।
ভিক্ষুক আব্দুস সোবহান জানান, জীবননগর বাজারে ঘুরে ঘুরে তিনি ভিক্ষা করেন। সকালে বাজারে রাস্তার পাশে একটি আইফোন কোম্পানির মোবাইল কুড়িয়ে পান। এই মোবাইলটি কার খোঁজ না পেয়ে তিনি জীবননগর থানায় সেটি জমা দেন।
জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান বলেন, সকালে এক প্রতিবন্ধী ভিক্ষক বাজারে একটি আইফোন কোম্পানির মোবাইল কুড়িয়ে পায় এবং প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে থানায় জমা দিয়েছেন। এ মোবাইলের প্রকৃত মালিকে খুঁজে তার নিকট হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন