কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনাস্থলের চিত্র। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনাস্থলের চিত্র। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী এ সংঘর্ষে কমপক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। এতে বেশ কয়েকজন লোহার চল ও টেঁটার আঘাতে গুরুতর আহত হন।

জানা গেছে, মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবদুল আওয়াল এবং মেহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফা কামালের সমর্থিত লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা কামালের সমর্থিত লোকজন ককটেল ও লোহার রড নিয়ে আবদুল আওয়ালের সমর্থিত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নানের বাড়ি-ঘর ও দোকান-পাট ভাঙচুর চালায়।

এ সময় দুপক্ষের লোকজনদের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় দুপক্ষই ককটেল বিষ্ফোরণ ঘটনায়। তারা লোহার চল ও টেঁটা দিয়ে আক্রমণ করে। দফায় দফায় চলে এ সংর্ঘষ। এতে উভয়পক্ষের কমপক্ষে শতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে কসবা থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় কামাল মিয়া (২৪), জসিম উদ্দিন (৪০), কিবরিয়া (৫০), টেঁটাবিদ্ধ সুমন মিয়াকে (৪৫) গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের কালবেলাকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুপক্ষের লোকজনদের মধ্যে সংর্ঘষ হয়েছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বাড়ি-ঘর ও দোকান-পাট ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোনো পক্ষই মামলা দেয়নি। তবে ১০ জনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

জবির ইসলামের ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি খলিল, সম্পাদক মামুন

দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে পাইলট প্রকল্প শুরু

বিয়ে করতে চান সালমান খান

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

খায়রুল বাশারের স্বপ্নে সমু চৌধুরী

বাংলাদেশে না আসলেও আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ফখরুলের

নারায়ণগঞ্জে হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

১০

দিনে ৪৪২ জনের মৃত্যু রোধে সমাবেশ ও কফিন র‍্যালি

১১

প্রথমবার এক গানে ন্যান্সি-রোদেলা

১২

সুব্রত বাইনকে দেখে আদালতে অন্য আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

১৩

দেখতে গিয়ে মেলখুম ট্রেইল থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু

১৪

লক্ষ্মীপুরে ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

১৫

জুলকারনাইন সায়েরের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

১৬

মামলা তুলে না নেওয়ায় ধর্ষিতার মাকে পিটিয়ে হত্যাচেষ্টা

১৭

ভুঁড়ি কমাতে গিয়ে আম্পায়ারের মৃত্যু

১৮

মামলা কয়টা হয়েছে খোঁজ নিয়ে জানাবেন, আইনজীবীকে সুব্রত বাইন 

১৯

গাজীপুরে খেলনা পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থীকে অপহরণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

২০
X