আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মই দিয়ে উঠতে হয় ৬ কোটি টাকার সেতুতে

ছয় কোটি টাকার সেতু থেকে মই বেয়ে নামছেন এক নারী। ছবি : কালবেলা
ছয় কোটি টাকার সেতু থেকে মই বেয়ে নামছেন এক নারী। ছবি : কালবেলা

বরগুনার আমতলীর দুটি ইউনিয়নের মধ্যবর্তী গুলিশাখালী খালের ওপর নির্মিত সেতুর এক পাশের সংযোগ সড়ক না থাকায় সেতুটি কাজে আসছে না। দুর্ভোগও শেষ হচ্ছে না গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের ৩৫ হাজার মানুষের। ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক নারী, পুরুষ ও শিক্ষার্থীদের। বাঁশ ও গাছ দিয়ে তৈরি মই দিয়ে ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হতে হচ্ছে জনসাধারণের।

আমতলী উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়, সেতুর উচ্চতা অনুযায়ী সংযোগ সড়ক করতে হলে একটি সড়ক বন্ধ হয়ে যায়। তাই সড়কটি ঠিক রাখার জন্য আন্ডারপাস করা হবে। এজন্য খরচও বাড়বে। নতুন করে নকশা ও বাজেট করে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এখনো বরাদ্দ পাওয়া যায়নি।

এ বিষয় আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া জানান, সংযোগ সড়ক নির্মাণ প্রক্রিয়া চলমান। প্রকল্প পাস হলেই দরপত্র আহ্বায়ন করে দ্রুত সংযোগ সড়কের কাজ ধরা হবে।

সরেজমিন দেখা গেছে, সেতুটির পশ্চিম পাড়ে বাঁশ ও গাছের তৈরি মই বানিয়ে কোনো রকমে যাতায়াতের উপযোগী করা হয়েছে। এই মই বেয়ে বয়স্ক ও শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বৃষ্টিতে তাদের দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে গেছে।

আমড়াগাছিয়া গ্রামের মনিরা বেগম বলেন, আমতলী বাজারে গেছিলাম। ব্রিজে উঠতে আর নামতে হাত-পা কাঁপে।

বাইনবুনিয়া গ্রামের আল আমিন জানান, ‘আমড়াগাছিয়া বাজারে কাম আছিল। হেই লইগ্যা এইহান দিয়া আইছি। ব্রিজে রাস্তা নাই; উঠতে শ্বাস গরম হইয়া যায়’।

উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগস্থল আমড়াগাছিয়া বাজার। এ বাজারের পশ্চিম পাশের গুলিশাখালী খালের ওপর ৬৬ মিটার দৈর্ঘ্য ৬.৭৭ মিটার প্রস্থের গার্ডার সেতু নির্মাণের জন্য ২০২৩ সালে দরপত্র আহ্বান করা হয়। ৬ কোটি ২২ লাখ ৫৮ হাজার ৩২৩ টাকার কাজটি পায় বরিশালের মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরা জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৯ মে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের জুন মাসে মূল সেতুর কাজ শেষ হলেও বিপত্তি বাধে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। সেতুর পশ্চিম পাশের ঢালের ৫ ফুটের মধ্যে রয়েছে পূর্ব খেকুয়ানী গুচ্ছগ্রামের চলাচলের কার্পেটিং সড়ক। সেতুর নকশা ও উচ্চতা অনুযায়ী সংযোগ সড়ক নির্মাণ করলে সড়কটি বন্ধ হয়ে যাবে। ফলে সংযোগ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি।

এই সেতু পার হয়ে গুলিশাখালী ইউনিয়নের পূর্ব খেকুয়ানী, গুলিশাখালী, ডালাচারা, বাইবুনিয়া, কলাগাছিয়া গ্রামের শত শত মানুষ আমতলী সদর, বরিশাল, ঢাকাসহ সারাদেশে চলাচল করে। চাওড়া ও কুকুয়া ইউনিয়নের মানুষও এই সেতু পার হয়ে গুলিশাখালী ইউনিয়নে যাতায়াত করেন।

ঠিকাদার মো. কাওছার মিয়া বলেন, নির্দিষ্ট সময়ের আগেই মূল সেতু নির্মাণের কাজ শেষ করেছি। সংযোগ সড়ক নির্মাণের জন্য আলাদা দরপত্র হবে। যারা কাজ পাবে তারা করবে। তিনি আরও বলেন, নকশা বদল হওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য : মাওলানা ইউসুফী

বাংলাদেশিদের জন্য যেসব দেশের ভিসা সহজে মিলছে না

১০

পুনাকের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

১১

শাপলা পাওয়া না পাওয়ার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই : সারজিস

১২

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

১৩

কেন আমোরিমকে এখনও বরখাস্ত করছে না ম্যানইউ?

১৪

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

১৫

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার

১৬

৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ জামায়াতের

১৭

গাজার ২০০ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করল ত্রাণবাহী নৌবহর

১৮

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস

১৯

দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X