রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি শিক্ষা ফি নির্ধারণে নিয়ম দরকার : ডা. বিধান রঞ্জন

বক্তব্য রাখেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের বেসরকারি শিক্ষায় ফি কেমন নেওয়া যেতে পারে সে ব্যাপারে নিয়ম হওয়া উচিত। তবে এনিয়ে আমাদের (সরকার) কোন নীতিমালা নেই।

শনিবার (১৯ জুন) দুপুরে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে তা-ও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন। ফলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু আমাদের দেশে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে। আগে এগুলোর মাত্রা খুব কম ছিল, এখন এটি বেড়েছে। কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ এটি করতে পারবে না। যদিও প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের তবে কেউ বেসরকারি চালালে এটার কোনো নিরোধকও নেই। ফলে ধরে নেওয়া যায় এটি চলবেই। এ বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। তারা কোন কারিকুলাম ফলো করবে, কী পড়াবে এটি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকতে হবে।

তিনি আরও বলেন, বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটি নীতিমালা আছে। এর মাধ্যমে তারা রেজিষ্ট্রেশন নেবে এবং কি পড়াবে সেটি আমরা নির্ধারণ করে দেব। তবে এখন পর্যন্ত সবাই রেজিষ্ট্রেশন নেয়নি। আমরা চাই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনভুক্ত করা এবং তাদের নিয়ন্ত্রণাধীনভুক্ত করা।

এর আগে মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। ইনক্লুসিভ এডুকেশনের বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা ব্যয় বৃদ্ধি, উপবৃত্তির টাকা প্রদান সহজ করা, দক্ষতা বৃদ্ধিতে বেশি বেশি প্রশিক্ষণ, আঞ্চলিক ছুটি, পরীক্ষার ফি, বৃত্তি ও সমাপনী পরীক্ষা নির্দেশনা।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পিটিআই ও উপজেলা সহকারী ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৫ / মিন্টুকে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায় হাজারো নারী-পুরুষ

‘জামায়াতের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ উদ্দেশ্যপ্রণোদিত’

ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে : সাকি

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ১

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

আঙ্গোলায় অদ্ভুত প্রীতি ম্যাচে গোল–অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

মোহাম্মদপুরে গোপন ককটেল কারখানার সন্ধান, যা পাওয়া গেল

১০

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি মহাসচিব

১১

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা : এবার প্রেমিকা শামীমা গ্রেপ্তার

১২

বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৩

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার কারণ জানা গেল

১৪

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন : মোশারফ হোসেন

১৫

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

১৬

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

১৭

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

১৮

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

১৯

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

২০
X