বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দড়িতে বাধা অসহায় মেছোবাঘ

আহত মেছোবাঘ। ছবি : কালবেলা
আহত মেছোবাঘ। ছবি : কালবেলা

দড়িতে বাধা অসহায় মেছোবাঘ। বৃষ্টির পানিতে আবাসস্থল হারিয়ে লোকালয়ে ছুটে এসে উৎসুক কিশোরদের লাঠির আঘাতে আহত হয় বাঘটি। আটকের পর চার পা বাঁধা পড়ে পলিমারের দঁড়িতে। পটুয়াখালীর বাউফলের দক্ষিণ সুলতানাবাদ গ্রাম থেকে বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল পৌনে ৫টার দিকে ওই বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা বাদল হোসেন, ফয়েজ আহম্মদ, জাকির দেওয়ানসহ কয়েকজন জানান, বৃষ্টির পানিতে আবাসস্থল ভেসে যাওয়ায় পালাতে গিয়ে গ্রামের হাওলাদারবাড়ি এলাকায় এক কিশোরের চোখে পড়ে। এরপর স্থানীয় কয়েক কিশোর মিলে অতিউৎসাহে তাড়া করে মেছোবাঘটি আটক করে দক্ষিন সুলতানাবাদ মসজিদের সামনের রাস্তায় চার পা পলিমারের রশিতে বেঁধে বাঁশে ঝুলিয়ে নিয়ে আসে। আটকের সময় লাঠির আঘাতে কিছুটা আহত ও দুর্বল হয়ে পড়ছিল বাঘটি। ভিড় জমায় স্থানীয় উৎসুক লোকজন বাঘটিকে দেখতে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আটকের সময় নৌকার বৈঠার আঘাতে আহত হয় মোছোবাঘটি। এছাড়া মোটা পলিমার রাশিতে বাধার কারণেও দুর্বল হয়ে পড়ে বাঘটি। মুখে কিছুটা রক্ত দেখা যায়। অসহায় মেছোবাঘটি নিয়ে কথা হচ্ছিল নানা ধরণের। মুরগী শিকারের কথা তুলে কেউ কেউ মেরে ফেলার কথা বলছিল। এরপর ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে স্থানীয় প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা বিষয়ক পরিবেশবাদী আন্দোলনের কয়েকজন এসে অসহায় মেছোবাঘটিকে উপজেলা বনকর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসার জন্য পাঠায়।

এ ব্যাপারে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা বিষয়ক পরিবেশবাদী সংগঠনের পরিচালক মন্ডলীর একজন শামসুন নাহার বলেন, ‘বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এই অঞ্চলে মেছো বাঘের মতো নানা ধরণের প্রাণি ও পক্ষীকুল বিপন্ন হচ্ছে। বিপন্ন এই প্রাণীদের সম্পর্কে সচেতনতায় ব্যাপক প্রচার-প্রচারণাসহ সবার অনুকুল দৃষ্টিভঙ্গি ও যত্নবান হওয়ায় উচিত।

এ ব্যাপারে কালিশুরী ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক তাসলিমা বেগম বলেন, ‘প্রায়ই ধরা পড়ছে এ ধরণের মেছোবাঘ। বনজঙ্গল ঝোপঝার ধ্বংস আর জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ায় এরা বিলুপ্তির পথে। এদের প্রতি এখনই যত্নবান না হলে ধ্বংস হবে উপকূলীয় জীববৈচিত্র।’

উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান সোহাগ বলেন, স্থানীয় কয়েকজন মেছোবাঘটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে আসে। এরপর চিকিৎসা দিয়ে মেছোবাঘটি পৌর সদরের বালিকা বিদ্যালয় এলাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

১০

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

১১

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

১২

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

১৩

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

১৪

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

১৫

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

১৬

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১৭

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১৮

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১৯

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

২০
X