বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ শতাংশ মানুষ জানে না ধানের শীষ কি : ফয়জুল করিম

রংপুরে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা
রংপুরে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, এতে গুড়ে বালি। বাংলাদেশের নতুন ভোটারের প্রায় ৩৮ শতাংশ ভোটার ধানের শীষ কি জিনিস জানেন না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এ দেশের মানুষ শুনতে চায় না।

তিনি বলেন, যখন নতুন ভোটারদের কাছে আদর্শের কথা বলা হবে তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে? যে জিয়াউর রহমানের আদর্শ মানে চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অবিচার করা।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ৫ আগস্টের পরে শুধু বিএনপি ১২৭ জনের উপরে বিএনপিকে হত্যা করেছে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা দেখছি এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে। ছাত্রদলের ছাত্ররা বিএনপির মূল দলের লোকদের কাছে চাঁদা চেয়েছে। চাঁদা তাদের না দেওয়ার কারণে হাত-পা ভেঙে ফেলেছে। যাদের কাছে দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না।

তিনি বলেন, যে দলের একদল আরেক দলকে, এক সংগঠন তার অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়। সে দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যে দলের মানুষ মানুষকে খুন করে সে দলের কাছে এ দেশের মানুষের জান-মাল নিরাপদ নয়। যে দল কাউন্সিল করতে পারে না, নিজেদের শৃঙ্খলা ঠিক রাখতে পারে না- তাদের মাধ্যমে বাংলাদেশ কোনোভাবে শৃঙ্খলাবদ্ধ হতে পারে না।

তিনি আরও বলেন, যারা নিজেরাই ঘোষণা দেয় নির্বাচনের তারিখ ঘোষণা করলে করো না হলে আমরাই করব। যারা নিজেরা আইন হাতে তুলে নেয় তাদের মাধ্যমে তাদের মাধ্যমে দেশের আইন নিরাপদ থাকতে পারে না।

বিএনপি নেতা ইশরাকের মেয়র পদে বসা ইস্যু নিয়ে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম বলেন, যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জান, মাল, ইজ্জাতি নিরাপত্তা থাকতে পারে না। এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। ইশরাক সাহেবের আইনজীবীরা বিচারককে বলেছেন, যদি ইশরাকের পক্ষে রায় দেন তাহলে ওখানে থাকবেন, বসবেন। রায় না দিলে ওখানে বসতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনো দিন নিরাপদ থাকতে পারে না।

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে আপনি অন্যায় করবেন না, জুলুম করবেন না। ক্ষমতায় আসলে কাউকে দাড়ি রাখতে বাধ্য করা হবে না, ইসলামের আহকামগুলো মানতে বাধ্য করা হবে না। কিন্তু আপনার মন চাইবে ভালো কাজগুলো করি।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি আংশিক) আসনের প্রার্থী হিসেবে এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ (সদর) আসন থেকে আমিরুজ্জামান পিয়াল, রংপুর- (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে মোহাম্মদ জাহিদ হোসেন ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মোহাম্মদ গোলজার হোসেনের নাম ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আমির হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১০

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১২

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৩

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

১৪

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

১৫

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১৬

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

১৭

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

১৮

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১৯

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

২০
X