পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে আ.লীগের নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ। ছবি : কালবেলা
কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ। ছবি : কালবেলা

পাবনার সুজানগরে ভারত ও আওয়ামী লীগবিরোধী ভিডিও তৈরি করে পোস্ট করায় সাইমুম সাজিদ নামে এক কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২৯ জুন) বিকেলে ভুক্তভোগী সুজানগর থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম সাইমুম সাজিদ। তিনি ওই ইউনিয়নের চর জোর পুকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। সাইমুম ২০২১ সালে এনটিভি রিয়েলিটি শোর অনন্য প্রতিভার মাধ্যমে তার মিডিয়া যাত্রা শুরু করেন। এরপর থেকে তিনি তার ফেসবুক পেজে বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন নাটকেও অভিনয় করেছেন।

অভিযুক্তরা দুলাই ইউনিয়নের চর জোর পুকুরিয়া গ্রামের আমিরুল ইসলাম (৩২), কামাল হোসেন (৪২), রফিকুল ইসলাম (৩৫), জামাল উদ্দিন (৪৫), রবিউল ইসলাম (২০) ও মুক্তার হোসেন (৪৫)। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাইমুম সাজিদ নামের কনটেন্ট ক্রিয়েটরের (Saimum Shajid) পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ভিডিও পেজে পোস্ট করা হয়। এরপর ভারতবিরোধী ফানি ভিডিও পোস্ট করেন নিয়মিত। এছাড়াও তার বাবা পতিত আ.লীগের আমলের নির্যাতিত বিএনপির একজন সক্রীয়কর্মী। এসব ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি।

এক পর্যায়ে শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে আ.লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র চাকু, চায়নিজ কুড়াল, লোহার পাইপ এবং বাঁশের লাঠি নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে সাইমুমসহ পরিবারের ওপর অতর্কিত হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়ির আলমারিতে থাকা ২ লক্ষাধিক টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ সময় তিনি ফেসবুক লাইভে ও জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে ফানি ভিডিও পোস্ট করায় তখন থেকেই আওয়ামী লীগের লোকজন সুযোগ নিয়েছিল আমাকে মারধর করতে। এ ছাড়াও ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ফানি ভিডিও পোস্ট করায় তারা আমার ওপর আরও ক্ষিপ্ত ছিল। আমার পরিবারের ওপর আগে থেকেই আওয়ামী লীগের লোকজন নির্যাতন করে আসছে। এখনো যদি নির্যাতনের শিকার হই তাহলে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে?

তিনি বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি।

অভিযুক্তরা পলাতক থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনা সাড়া পাওয়া যায়নি।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ওই কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত করা হচ্ছে। আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

পুলিশের হাতে কামড় দিয়ে পালাল রবিন

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

১০

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

১১

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

১২

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

১৩

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

১৪

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

১৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

১৬

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

১৭

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১৮

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

২০
X