পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে আ.লীগের নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ। ছবি : কালবেলা
কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ। ছবি : কালবেলা

পাবনার সুজানগরে ভারত ও আওয়ামী লীগবিরোধী ভিডিও তৈরি করে পোস্ট করায় সাইমুম সাজিদ নামে এক কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২৯ জুন) বিকেলে ভুক্তভোগী সুজানগর থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম সাইমুম সাজিদ। তিনি ওই ইউনিয়নের চর জোর পুকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। সাইমুম ২০২১ সালে এনটিভি রিয়েলিটি শোর অনন্য প্রতিভার মাধ্যমে তার মিডিয়া যাত্রা শুরু করেন। এরপর থেকে তিনি তার ফেসবুক পেজে বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন নাটকেও অভিনয় করেছেন।

অভিযুক্তরা দুলাই ইউনিয়নের চর জোর পুকুরিয়া গ্রামের আমিরুল ইসলাম (৩২), কামাল হোসেন (৪২), রফিকুল ইসলাম (৩৫), জামাল উদ্দিন (৪৫), রবিউল ইসলাম (২০) ও মুক্তার হোসেন (৪৫)। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাইমুম সাজিদ নামের কনটেন্ট ক্রিয়েটরের (Saimum Shajid) পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ভিডিও পেজে পোস্ট করা হয়। এরপর ভারতবিরোধী ফানি ভিডিও পোস্ট করেন নিয়মিত। এছাড়াও তার বাবা পতিত আ.লীগের আমলের নির্যাতিত বিএনপির একজন সক্রীয়কর্মী। এসব ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি।

এক পর্যায়ে শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে আ.লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র চাকু, চায়নিজ কুড়াল, লোহার পাইপ এবং বাঁশের লাঠি নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে সাইমুমসহ পরিবারের ওপর অতর্কিত হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়ির আলমারিতে থাকা ২ লক্ষাধিক টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ সময় তিনি ফেসবুক লাইভে ও জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে ফানি ভিডিও পোস্ট করায় তখন থেকেই আওয়ামী লীগের লোকজন সুযোগ নিয়েছিল আমাকে মারধর করতে। এ ছাড়াও ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ফানি ভিডিও পোস্ট করায় তারা আমার ওপর আরও ক্ষিপ্ত ছিল। আমার পরিবারের ওপর আগে থেকেই আওয়ামী লীগের লোকজন নির্যাতন করে আসছে। এখনো যদি নির্যাতনের শিকার হই তাহলে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে?

তিনি বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি।

অভিযুক্তরা পলাতক থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনা সাড়া পাওয়া যায়নি।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ওই কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদ বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত করা হচ্ছে। আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়সের সঙ্গে বদলায় শরীরের চাহিদা

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেইন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনার কথা জানালেন তারেক

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১০

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১১

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১২

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১৩

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৪

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১৫

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১৬

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

১৭

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

১৮

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

১৯

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

২০
X