মৌলভীবাজারের কুলাউড়ায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। রেললাইনের কাছেই গরু চরাচ্ছিলেন বৃদ্ধ মুকুল মালাকার (৬৫)। এক পর্যায়ে গরু রেললাইনে ওঠে যায়। একই সময়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ছুটে আসছিল। ট্রেন আসতে দেখে মুকুল মালাকার গরুকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। এতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মকুল। পরে আশোপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মালাকারও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুপ্তগ্রামের পাশ দিয়ে সিলেট-কুলাউড়া রেললাইন গেছে। মুকুল মালাকার প্রতিদিনের মতো আজ সকালেও গরু নিয়ে রেললাইনের আশপাশে চরাতে যান। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। মুকুল মালাকার ট্রেন আসতে দেখে রেললাইনে উঠে পড়া গরুকে সরানোর চেষ্টা করছিলেন। গরুটি বেঁচে যায়। তবে ট্রেনের আঘাতে মুকুল রেললাইনের পাশে ছিটকে পড়েন। তাতে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, আমার বেলা ৩টার সময় এ দুর্ঘটনার খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
মন্তব্য করুন