ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মুক্তিপণের টাকা না পাওয়ায় লাল মিয়া (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত লাল মিয়া উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় লাল মিয়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার ছেলে রাসেল বাদী হয়ে তারাকান্দা থানায় জিডি করেন।
গত ৩০ আগস্ট দুপুরে লাল মিয়ার ব্যাক্তিগত মোবাইল থেকে তার ছেলে রাসেলের মোবাইলে একটি কল আসে।এ সময় অপহৃত লাল মিয়ার মুক্তির জন্য ৩০ লাখ টাকা দাবি করে। পরে এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নলদিঘী গ্রামের শাহজাহানের ছেলে সোহেল মিয়াকে (৩০) শনাক্ত করে তাকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে আটক সোহেল হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে তার তথ্য অনুযায়ী নলদিঘী গ্রামের একটি পুকুর থেকে লাল মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন