পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া কয়লাখনির ডেটোনেটর বিস্ফোরণে কবজি উড়ে গেল শিশুর

বড়পুকুরিয়ার কয়লাখনির পাশে পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণ। ছবি : কালবেলা
বড়পুকুরিয়ার কয়লাখনির পাশে পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণ। ছবি : কালবেলা

বড়পুকুরিয়া কয়লাখনির পাশে পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর ১২টায় বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন চৌহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিশুর নাম ইলিয়াস আলী (১০)। সে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে, সে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ইলিয়াস কয়লাখনির ডাম্পিং এলাকা থেকে একটি ধাতব বস্তু পেয়ে তা বাড়িতে নিয়ে আসে। পরে সেই ধাতব বস্তুটি মোবাইলের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, কয়লাখনির প্রাচীর ঘেঁষে তারকাঁটা দিয়ে ঘেরা খনির ডাম্পিং এরিয়া। এখানে খনির বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এসব বর্জ্য থেকে কয়লার সন্ধানে এলাকার লোকজন ওই ডাম্পিং এরিয়ায় প্রবেশ করে যৎসামান্য কয়লা পেয়ে থাকে। এসব বর্জ্যে সঙ্গে অনেক সময় মেলে এক্সপ্লোসিভ ডিভাইস। পাশের গ্রাম চৌহাটির অনেকেই এই ডাম্পিং পয়েন্ট থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে ওইসব এক্সপ্লোসিভ ডিভাইস পেয়ে থাকে। তারা এর বিশদ কিছু জানে না। অনেক সময় তারা এগুলো নিয়ে নিজেদের বাড়িতে ফেলে রাখে।

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভস্থ একজন শ্রমিক বলেন, ‘এগুলো ডেটোনেটর। খনির অভ্যন্তরে বা ভূগর্ভে যেসব স্থানে মেশিন দিয়ে কয়লা কাটা সম্ভব হয় না। সেসব স্থানে এসব ডেটোনেটর স্থাপন করে বিস্ফোরণ ঘটিয়ে কয়লা সংগ্রহ করা হয়।’

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন, খনি এলাকার পুরোনো বিস্ফোরক উপাদান ও পরিত্যক্ত দ্রব্যাদি অপসারণে প্রশাসনের আরও তৎপরতা দরকার, যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। এসব দ্রব্য কীভাবে সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেটাও দেখা দরকার খনি কর্তৃপক্ষের।

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘এটি ডেটোনেটর। খনির ভূগর্ভে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়। এগুলো খুবই স্পর্শকাতর। এগুলো কোনটি অকেজো এবং কোনটি তাজা তা সাধারণভাবে কেউ বুঝতে পারার কথা নয়। তাছাড়া বাইরে পাওয়া ডেটোনেটরে কোনো সংযোগ নেই।

তিনি বলেন, ডেটোনেটরগুলো ডাম্পিং পয়েন্ট থেকেই কোনো না কোনোভাবে ধাতব বস্তু হিসেবে গ্রামবাসী সংগ্রহ করেছে। বিষয়টি আগে কেউ আমাদের নজরে আনেনি। ঘটনার পর আমরা জানতে পেরে বিষয়টি নিয়ে কাজ করছি।

আহত শিশুর বিষয়ে তিনি আরও বলেন, ‘আগে তার চিকিৎসা চলুক। পরে তার বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি সর্বোচ্চ সহযোগিতা করবে এবং পাশে থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ

চারটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

বিজিবির মানবিক সহায়তা / ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ক্যান্সার আক্রান্ত ফাহিমার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা

শিক্ষা মন্ত্রণালয়ে প্রভাবশালী দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ  

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট্রদূত

বন্যার কারণে ৩ বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার

১০

অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

১১

সংবাদ সম্মেলনে প্রেস সচিব / নির্বাচনের আগে প্রশাসনে ১৭ হাজার জনবল নিয়োগ হবে

১২

এনসিপির কার্যালয়ে সামনে ফের ককটেল বিস্ফোরণ

১৩

জুলাইয়ে আহতদের জন্য দেড় হাজার ফ্ল্যাট, ব্যয় ১,৩৪৪ কোটি টাকা

১৪

ভুয়া তথ্য দিয়ে স্কুল এমপিওভুক্ত করেছেন কথিত প্রধান শিক্ষক

১৫

ডুবোচর ও তাপ বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ইলিশশূন্য পায়রা!

১৬

চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকার অনুদান

১৭

পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন / জিও ব্যাগ ফেলছে পাউবো, স্থানীয়দের দাবি টেকসই বাঁধ

১৮

৫ শিক্ষকের ৪ জনই অনুপস্থিত, পাঠদান ব্যাহত

১৯

একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম

২০
X