কয়রা প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মাছ ধরায় বন বিভাগের নিয়মের যাঁতাকলে জেলেরা

সুন্দরব‌নের দ্বার খুল‌লেও হা‌সি নেই মু‌খে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ তিন মাস পর সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছে উপকুলীয় জনপদ কয়রার অধিকাংশ জেলে। তবে এ বছর নিয়মের গ্যাড়াকলে পিষ্ট হয়ে বিগত বছরের তুলনায় মাছ ধরতে যাওয়ার আগ্রহ অনেক কম দেখা যাচ্ছে। ইতোমধ্যে কেউ নৌকায় জাল, কাঠ ও বরফ উঠা‌চ্ছেন, কেউ নৌকার পাটা সংস্কার কর‌ছেন। কেউ পাস না পে‌য়ে অ‌ফি‌সের আশপাশে ঘুরাঘুরি কর‌ছেন। আবার কেউ পাস নি‌য়ে সুন্দরব‌নে মাছ ধরার উ‌দ্দেশে রওনা দি‌চ্ছেন। এমনও অবস্থা বিরাজ করছে সুন্দরবন সংলগ্ন এ জনপদে।

স‌রেজ‌মিন রোববার (৩ সেপ্টেম্বর) সকা‌লে এমন চিত্রের দেখা মে‌লে সুন্দরব‌ন প‌শ্চিম বন‌বিভা‌গের খুলনা রে‌ঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে ও আশপাশের গ্রামগুলোতে।

দীর্ঘ তিন মাস নি‌ষেধাজ্ঞা শে‌ষে গত ১ সেপ্টেম্বর সুন্দরব‌নে মাছ ধর‌তে যা‌চ্ছেন জে‌লেরা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা, অভয়ারণ্য প্রবেশ করে বন্যপ্রাণী শিকার বন্ধের জন্য পাস ইস্যু করার ক্ষেত্রে এবার নি‌র্দিষ্ট খা‌লের নাম পারমিটে লিখে দেওয়া, স্টেশনের বাইরে কোনো জেলে মাছ ধরতে যেতে পারবে না এমন শর্তসহ বেশ ক‌য়েক‌টি শর্ত আ‌রোপ করা হ‌য়ে‌ছে। শ‌র্তের কার‌ণে মাছ ধরা নি‌য়ে জেলে‌দের ম‌ধ্যে শঙ্কা বিরাজ কর‌ছে। কা‌শিয়াবাদ ফ‌রেস্ট স্টেশ‌নের আওতায় শাকবা‌ড়িয়া, বজবজা, খা‌সিটানা, আন্ধারমা‌নিক এই চার‌টি ফাঁড়ি র‌য়ে‌ছে। এবার কাশিয়াবাদ স্টেশন থে‌কে পাস নেওয়া জে‌লেরা ওই স্টেশ‌নের আওতাধীন সুন্দরব‌নের বাই‌রের খা‌লে মাছ ধর‌তে পার‌বে না। জে‌লে‌দের পা‌স পার‌মি‌টে এবারই প্রথম নি‌র্দিষ্ট ক‌রে খা‌লের নাম উ‌ল্লেখ ক‌রে দেওয়া হ‌চ্ছে।

এ বিষ‌য়ে গত ২৮ আগস্ট সুন্দরবন প‌শ্চিম বন‌বিভা‌গের বিভাগীয় বন কর্মকর্তা (‌ডিএফও) ড. আবু নাসের মোহ‌সিন হো‌সেন এক‌টি লি‌খিত নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। নি‌র্দিষ্ট খা‌লে মাছ ধরার এই ‌নির্দেশনায় জে‌লে‌দের মু‌খের হা‌সি বিলীন হ‌য়ে‌ছে। ভা‌লো মাছ পাওয়া নি‌য়ে তারা শঙ্কায় রয়েছেন। খাল বিভাজন নি‌য়ে সকলের মধ্যে এক চাপা ক্ষোভ বিরাজ করছে।

কয়রার আবুল কালাম শেখ, রায়হান, আসাদুলসহ বেশ ক‌য়েকজন জে‌লেরা ব‌লেন, আমরা সুন্দরবনের ওপর নির্ভরশীল। অন্য কোনো কাজ কর‌তে পা‌রি না। তিন মাস পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে, সরকার যে চাল দেয় তা‌তে কিছু হয় না। ধার দেনা ও সমিতি থেকে লোন করে সংসার চালাতে হয়েছে।

তারা আরও ব‌লেন, আমা‌দের সুন্দরবন খু‌লে দেওয়ার আনন্দ বিলীন হ‌য়ে গে‌ছে। আ‌গে এক‌টি খা‌লে মাছ না পড়‌লে অন্য খা‌লে যে‌তে পারতাম। এবার সে সু‌যোগ বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। এ জন্য মাছ পাওয়া নি‌য়ে আমরা চি‌ন্তিত।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক একধিক বিএল‌সিধারী জেলে জানান, কা‌শিয়াবা‌দের আওতায় সুন্দরব‌নে মাছ ধরার এলাকা কম। এ জন্য এবার এখান থে‌কে পাস পারমিট নিয়ে কী করব। কোবাদক স্টেশ‌ন থে‌কে পাস নি‌য়ে মাছ ধর‌তে যা‌বো তকে সেখানকার বিএলসি না থাকায় তিনি বিপাকে রয়েছেন।

কা‌শিয়াবাদ ফ‌রেস্ট স্টেশ‌নের স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় ব‌লেন, এ স্টেশ‌নের আওতায় ৯৪৩ বিএল‌সি র‌য়ে‌ছে। ত‌বে পাস দেওয়ার সময় খাল নি‌র্দিষ্ট ক‌রতে গিয়ে কিছুটা জ‌টিলতা সৃ‌ষ্টি হ‌চ্ছে। বিএল‌সির তুলনায় জায়গা কম হওয়ায় জে‌লেরা এ স্টেশন থে‌কে পাস নি‌তে চা‌চ্ছেন না। প্রথম‌ দি‌নে শতা‌ধিক বিএল‌সিধারী জেলে পাস নি‌য়ে সুন্দরব‌নে প্রবেশ ক‌রে‌ছেন। বিগত বছর প্রথম দিনে এ স্টেশনে ৫ শতাধিক জেলে পারমিট গ্রহণ করে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এই সিধান্ত অনুযায়ী জে‌লেরা এক স্টেশন থে‌কে পাস নি‌য়ে অন্য স্টেশ‌নের আওতাধীন ব‌নে যেতে পারবে না। এতে অপরাধ প্রবণতা কম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১০

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১১

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১২

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৪

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৬

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৭

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৮

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৯

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

২০
X