চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে চাঁদাবাজ ও খুনির কোনো জায়গা নাই : আযম খান

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোনো জায়গা নাই। কতিপয় দু-একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে বিতর্ক করার চেষ্টা করছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে তারা।

শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর বালুচর মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আযম খান বলেন, বিএনপিকে বিতর্ক করার চেষ্টা করছে। বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে। ওই সব দলকে বলব, আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করবেন না।

হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান পাবনা-৩ আসনে আমার কাছে মধুর একটি উপহার দিয়ে পাঠিয়েছেন। যেটা আমি আপনাদের আজকে উপহার দিতে আসছি। বিস্ময়কর সেই বালকের নাম হাসান জাফির তুহিন। অসংখ্য ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়। একদিন বাংলাদেশকে জয়ী করবে তুহিন। তাকে সেবক হিসেবে আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম। আগামীতে বিপুল ভোটে তাকে ধানের শীষের এমপি নির্বাচিত করবেন।

কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ নিয়ে এখানে এসেছি। যারা মান-অভিমান করে আছেন, তাদের হাতজোড় করে বলব, আসুন আমরা সবাই এক পতাকার তলে এসে ধানের শীষকে জয়ী করি। আগামী নির্বাচনে আপন ভাইয়ের মতো পাশে থাকবেন। আগামীতে আমিও আপন ভাইয়ের মতো আপনাদের পাশে থাকব।

তিন আরও বলেন, আমাদের নেতাকর্মী যারা বাড়িতে ঘুমাতে পারেননি, ব্যবসা করতে পারেননি, অসহ্য নির্যাতন সহ্য করে গেছেন, আমি যদি ধানের শীষে জয়ী হতে পারি তাহলে বুক ফুলিয়ে এ অঞ্চলে রাজনীতি করব।

এর আগে দুপুর থেকে পাবনা-৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে বালুচর মাঠের সমাবেশস্থলে মিলিত হন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সংবলিত ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো শহর।

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহ্বায়ক খালেদ হোসের পরাগ ও কৃষক দলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন আহ্বান

প্যারিসে ‘তালা’ ঝুলালেন মেহজাবীন চৌধুরী

চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশ পরিচয়ধারী যুবক গ্রেপ্তার

বিমানবন্দরে তাজিক গায়ক আবদু রোজিক আটক

‘নীরব বিপ্লব’ অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ

জামায়াতের সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ

অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায় : জামায়াত আমির 

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি : ধর্ম উপদেষ্টা

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

১০

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১১

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

১২

চাঁদাবাজকে ধরলে দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়াচ্ছে : নুর

১৩

পিস টিভি চালু করতে সরকারকে আইনি নোটিশ

১৪

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন চন্দন

১৫

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

১৬

এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক

১৭

অচল মহাখালী-এয়ারপোর্ট রোড

১৮

যুবদলের কর্মসূচি ঘোষণা

১৯

ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে : এনডিএম মহাসচিব

২০
X