নাটোরের লালপুরে পদ্মার চর ও দিয়াড়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন পাঁচজন।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রসুলপুর গ্রামের আসাদ (৩০), বজলুর রহমান (৩৩), হান্নান (৪০) ও আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০)।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের রাজ্জাকের সঙ্গে বাকনা গ্রামের আবু বক্করের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে আবু বক্কর পাঁচ-ছয়জনকে নিয়ে জমি দখলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হলে গুলির ঘটনা ঘটে।
এ সময় স্বজনরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আসাদ, বজলু ও হান্নানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অপরদিকে দুপুরে উপজেলার চংধুপইল ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মহির উদ্দিনকে (৬৫) প্রতিপক্ষরা কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
পরে মহির উদ্দিনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন