সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান।
এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ছোট বোনকে ট্রাকের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে তিনি আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। তিনি বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের খবরটি জানানো হয়েছে। আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’
শুক্রবার দুপুরে ফাবিহা তার স্কুলপড়ুয়া ছোট বোনকে (১৫) নিয়ে নিজ বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান।
সেখানে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন।
এরপর মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
ফাবিহা ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীর মধ্যে শোক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন