ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে : হাবিব

যুবদল নেতার কারামুক্তির গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব। ছবি : কালবেলা
যুবদল নেতার কারামুক্তির গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আসার আহ্বান জানিয়েছেন। অথচ আজ দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে করছে, দলের ভাবমূর্তি নষ্ট করেছে, এরাই বিএনপির পেটের মধ্যে থেকে অপবাদ ছড়াচ্ছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে পাবনার ঈশ্বরদীতে ২১ বছর পর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, যেসব দল বর্তমান সরকারের নানাবিধ সুবিধা নিচ্ছে তারাই নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। কারণ তারা নিজেদের সরকারি লোক ভাবছে। বিএনপিকে আওয়ামী লীগের মতো ভাবলে তারা ভুল করবে।

সমাবেশে বক্তারা বলেন, এত কষ্ট, এত ত্যাগ, এত নির্যাতন কীসের জন্য? আওয়ামী লীগের আমলে যারা সুবিধা নিয়েছে তারাই আজ বিএনপি সেজেছে। দলীয় লেবাসধারী কেউ চাঁদাবাজি করলে, অপকর্মে জড়িত হলে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

তারা আরও বলেন, যাদের জন্য দলের ক্ষতি হবে, যারা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ অমান্য করবে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং ঈশ্বরদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখা বিএনপির সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক মাহমুদ্দিন স্বপন।

আরও উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন ডাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন এবং সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি।

এর আগে সকালে পাবনা জেলা কারাগারে থেকে মুক্তি পান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। পরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাবনা থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে তুহিনকে ঈশ্বরদীর সমাবেশস্থলে নিয়ে আসেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০০৩ সালের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০০৫ সাল থেকে কারাভোগ করছিলেন তুহিন। গত ১০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে অবশিষ্ট সাজা মওকুফ করে তুহিনের মুক্তির আদেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নুরের ওপর হামলার প্রতিবাদ জানাল ঢাবি সাদা দল 

জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে?

‘আমার কিডনিতে অপারেশন, স্ত্রী অন্তঃসত্ত্বা’ বলে আদালতে জামিন চান আফ্রিদি

১০

কালবেলায় সংবাদ প্রকাশ, ফুটো পাইপ মেরামতে নেমেছে ওয়াসা

১১

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

১২

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই : সালাহউদ্দিন

১৩

নুরের ওপর হামলায় কোন দল কী প্রতিক্রিয়া জানাল

১৪

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত

১৫

ঢাকা দক্ষিণ বিএনপির ২০টি থানায় নতুন আহ্বায়ক কমিটি 

১৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৭ জন

১৭

গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, পুলিশের লাঠিচার্জে নেতা আহত

১৮

পাকিস্তানি পুলিশকে গুলি করে হত্যা

১৯

সন্ধ্যার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

২০
X