বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আসার আহ্বান জানিয়েছেন। অথচ আজ দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে করছে, দলের ভাবমূর্তি নষ্ট করেছে, এরাই বিএনপির পেটের মধ্যে থেকে অপবাদ ছড়াচ্ছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পাবনার ঈশ্বরদীতে ২১ বছর পর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিবুর রহমান হাবিব বলেন, যেসব দল বর্তমান সরকারের নানাবিধ সুবিধা নিচ্ছে তারাই নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। কারণ তারা নিজেদের সরকারি লোক ভাবছে। বিএনপিকে আওয়ামী লীগের মতো ভাবলে তারা ভুল করবে।
সমাবেশে বক্তারা বলেন, এত কষ্ট, এত ত্যাগ, এত নির্যাতন কীসের জন্য? আওয়ামী লীগের আমলে যারা সুবিধা নিয়েছে তারাই আজ বিএনপি সেজেছে। দলীয় লেবাসধারী কেউ চাঁদাবাজি করলে, অপকর্মে জড়িত হলে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
তারা আরও বলেন, যাদের জন্য দলের ক্ষতি হবে, যারা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ অমান্য করবে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং ঈশ্বরদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখা বিএনপির সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক মাহমুদ্দিন স্বপন।
আরও উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন ডাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন এবং সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি।
এর আগে সকালে পাবনা জেলা কারাগারে থেকে মুক্তি পান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। পরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাবনা থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে তুহিনকে ঈশ্বরদীর সমাবেশস্থলে নিয়ে আসেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৩ সালের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০০৫ সাল থেকে কারাভোগ করছিলেন তুহিন। গত ১০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে অবশিষ্ট সাজা মওকুফ করে তুহিনের মুক্তির আদেশ দেওয়া হয়।
মন্তব্য করুন