রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও খোয়া পর্যন্ত বের হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে রংপুর সিটি করপোরেশন সড়কটির সংস্কার না করায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।
এ পরিস্থিতির প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাহিগঞ্জ সাতমাথা রেলগেট সংলগ্ন ভাঙা সড়কের ওপর প্রতীকী কফিন সামনে রেখে সিটি করপোরেশনের ‘গায়েবানা জানাজা’ পড়ানো হয়। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদ্রাসাছাত্র রাহুল ইসলাম। এরপর তারা কফিন মিছিল বের করেন।
মিছিলটি সাতমাথা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারীরা রংপুর সিটি করপোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে স্লোগান দেন। একইসঙ্গে তারা সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকবার অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম ও প্রধান নির্বাহী উম্মে ফাতিমাকে অযোগ্য ঘোষণা করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমা বলেন, সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আর জরুরি ভিত্তিতে সড়কের ভাঙা অংশগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন