কুড়িগ্রাম জেলার উলিপুরে মসজিদের রেলিং ভেঙে আলহাজ আব্দুল মমিন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের রেলিং ভেঙে পড়ে যায়। এ সময় মুসল্লিরা আব্দুল মমিনকে উদ্ধার করলে ততক্ষণে তিনি মারা যান।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানায়, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। শনিবার মাগরিবের নামাজের সময় ওজু করে মসজিদে প্রবেশের সময় হঠাৎ মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন