কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৩ ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা

গাজীপুরে হত্যার ঘটনায় স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
গাজীপুরে হত্যার ঘটনায় স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুরে আলাদা স্থানে ৩ ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন স্কুলের দপ্তরি ও অপরজন একটি কারখানার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া গ্রামের আরিফ হোসেন (৩২)। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। অপরজন টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার ৫তলা ভবনের ৪তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। রোববার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি। পরে তার অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানানো হয়। পরে বিকেল ৫টার দিকে সহকর্মীরা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তার ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল চলাকালীন সময়ে দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেইটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তাকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ গ্যাস আমদানি বন্ধে নতুন আইন অনুমোদন করেছে ইইউ

রাজধানীতে আজ কোথায় কী

নড়িয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

২১ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

মার্কেট অডিট বিভাগে চাকরি দিচ্ছে এসিআই

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আর্কিটেক্ট পদে নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

২১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন ডিসি সারোয়ার

১০

যেসব কারণে যানজটের কবলে সিলেট

১১

এবার পুরোপুরি বন্ধ হলো বড়পুকুরিয়ার বিদ্যুৎ উৎপাদন

১২

আ.লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের দলত্যাগের ঘোষণা

১৩

পরপর অগ্নিকাণ্ডে নাশকতার সন্দেহ রিজভীর

১৪

মা ইলিশ রক্ষা / জেলেরা এবার যে কারণে বেশি আক্রমণাত্মক

১৫

জামায়াত নেতার গাড়িবহরে হামলা

১৬

লিফলেট বিতরণ শেষে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

১৮

আগুন সন্ত্রাস আ.লীগের পুরোনো খেলা : রাশেদ প্রধান

১৯

সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত জনগণ ব্যর্থ করে দিয়েছে : রহমাতুল্লাহ

২০
X