দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দুমকীতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা
বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিক গ্রাম লোহালিয়া নদীর জোয়ার ও টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে। প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় এলাকাগুলোয় হঠাৎ করে নদীর পানি ঢুকে পড়েছে। এতে বসতঘর, রাস্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ধারাবাহিক ভারি বর্ষণের ফলে লোহালিয়া নদীতে পানি ও স্রোতের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান বলেন, উত্তর মুরাদিয়ার বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। এ ছাড়া সন্তোষদি স্লুইসগেট, পাংসিঘাট এবং দক্ষিণ মুরাদিয়ার হাওলাদার বাড়ি এলাকার বেড়িবাঁধ ভেঙে আশপাশের ঘরবাড়ি ও রোপা আমনের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদী তীরবর্তী মানুষরা কার্যত পানিবন্দি হয়ে পড়ছেন।

হাফিজুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে পাউবো কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে পানি নামার আগ পর্যন্ত মেরামত কাজ শুরু করা সম্ভব নয়। বিলম্ব হলে আসন্ন আমন মৌসুমে কৃষিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনিদের চাকরি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

সাংবাদিককে আ.লীগ নেতার প্রাণনাশের হুমকি

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী, দলগুলো একমত

ছাত্র ভর্তির নামে ঘুষগ্রহণ, অফিস সহকারী বরখাস্ত

সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ‘ডুব’ দিল বিমান

হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম : আমীর খসরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন সাতদিনের রিমান্ডে

রাজ্জাককে নিয়ে স্ট্যাটাস সরিয়ে দুঃখ প্রকাশ করলেন মাহিন

ছোট পর্দায় ‘তাণ্ডব’

একনেকে অনুমোদন পেল ঢাবির ২৮শ কোটির মেগা প্রকল্প

১০

ভিয়েনার রেস্তোরাঁয় হিব্রু বলে বিপদে ইসরায়েলি মিউজিশিয়ান

১১

৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড

১২

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

১৩

সাগরে লঘুচাপ, ভারি বর্ষণ হতে পারে যেসব বিভাগে

১৪

রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন

১৫

উত্তরায় বিমান বিধ্বস্ত : ডিএনএ পরীক্ষার পর কমলো মোট মৃত্যু

১৬

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড

১৭

গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না, মুসলিম বিশ্বকে সতর্কবার্তা

১৮

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

১৯

ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

২০
X