আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ফয়সল আলীম রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে বালিঘাটা ইউনিয়নের নওদা, দরগাপাড়া, মহিপুর, ফেসকাঘাট বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।
মন্তব্য করুন