সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ দিন আর পারল না হাসিব-রাফিন, অবশেষে ধরা

গ্রেপ্তার মো. রাফিন, হাসিবুর রহমান। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. রাফিন, হাসিবুর রহমান। ছবি : কালবেলা

গ্রুপ স্ট্যাডি করার নামে বন্ধুর বাসা থেকে ৪ মাস আগে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা চুরি করেন দুই শিক্ষার্থী। ফের দ্বিতীয়বার প্রায় ৬ লক্ষাধিক টাকা দামের আড়াই ভরি স্বর্ণ ও ২২ ভরি রুপা চুরি করেন তারা। তবে সেদিন আর ফাঁকি দিতে পারেনি হাসিব আর রাফিন নামের সেই দুই শিক্ষার্থী। অবশেষে ধরা পড়েছেন তারা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

চুরির এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় মো. আব্দুল মালেকের বাড়িতে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তাররা হলেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার সিরাজ মোল্লার বাড়ির ভাড়াটিয়া আরিফের ছেলে মো. রাফিন (১৯) ও হাসানের বাড়ির ভাড়াটিয়া রবিউলের ছেলে হাসিবুর রহমান (১৯)। রাফিন নবম শ্রেণির শিক্ষার্থী আর হাসিবুর রহমান এ বছর এসএসসি পাস করেছেন।

চোরাই স্বর্ণালংকার কেনার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী আব্দুল মালেকের মেয়ে দেলোয়ারা বেগম বেলী (৪৫) বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, বাদীর ভাতিজা শেখ শাহরিয়ার হাসিব (১৪) গোদনাইল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। কোচিং করার সুবাদে রাফিন ও হাসিবুর রহমানের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তারা সবাই মিলে বাদীর বাবার বাড়িতে গ্রুপ স্ট্যাডি করত। গত ২৬ মার্চ বাসা থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়। যার কোনো হদিস মিলছিল না।

পরে গত ২৭ জুলাই বিকেল ৫টার দিকে গ্রুপ স্ট্যাডি করার সময় রাফিন ও হাসিবুর রহমান কৌশলে শাহরিয়ার হাসিবকে বাড়ির বাইরে পাঠিয়ে আড়াই ভরি স্বর্ণ ও ২২ ভরি রুপার অলংকার (যার মূল্য প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা) চুরি করে চলে যাওয়ার সময় শাহরিয়ার হাসিব দেখে ফেলে। তখন তারা শাহরিয়ারকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে চলে যায়।

পরে শাহরিয়ার চুরির ঘটনা প্রকাশ করলে স্থানীরা অভিযুক্ত দুই শিক্ষার্থীকে ডেকে এনে জানতে চাইলে তারা আগে ও পরে চুরির কথা স্বীকার করে। তখন স্থানীয়রা তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম কালবেলাকে বলেন, চোর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা কার মাধ্যমে কার কাছে চোরাই স্বর্ণালংকার বিক্রি করেছে তাদের নাম বলেছে। তাদের দেওয়া তথ্য মতে বিকেল পর্যন্ত আদমজী সোনামিয়া বাজারের একটি জুয়েলারি দোকানদার ও গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকার এক মেকারকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়জনের নামে চুরির মামলা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়া থেকে আ.লীগের চার নেতা গ্রেপ্তার

বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার ঘোষণা

হেনস্তার শিকার দক্ষিণী অভিনেত্রী

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

জিঙ্ক সাপ্লিমেন্ট কি সাধারণ সর্দি কাটাতে সাহায্য করতে পারে?

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খালেদা জিয়া রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন : ডা. জাহিদ

পোশাক খুলে দেয়ার বিতর্কিত ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ র‌্যাবের জালে নাসির

দেড় যুগ পর ২৭তম বিসিএস থেকে নিয়োগ পেলেন ৬৭৩ জন

১০

শীতে ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান

১১

ভারতীয় পণ্যবাহী ট্রাকের বিষয়ে এনবিআরের যে সিদ্ধান্ত

১২

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

১৩

ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দিলেন মুশফিক

১৪

ডিপজলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

১৫

মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত রুহ বাড়িতে ঘোরাঘুরি করে?

১৬

বিতর্কের মধ্যেই ফের ইসরায়েলে সামরিক সরবরাহ শুরু

১৭

এনসিপিতে পদ পাওয়ার পরদিন সুখবর পেলেন বিএনপির ২ নেতা

১৮

নারীর নিকাব টানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৯

পাচারকালে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ আটক ৩

২০
X