মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের ৪২ বিঘা সম্পত্তি ‘ভূমিদস্যুর’ কবলে!

মসজিদ
মিঠাপুকুরের পলিপাড়া মাসিমপুর জামে মসজিদ। ছবি : কালবেলা

প্রায় ৩০০ বছর আগেরকার মুঘল আমলে নির্মিত মিঠাপুকুরের পলিপাড়া মাসিমপুর জামে মসজিদ। তৎকালীন স্থানীয় হাজী তকের মোহাম্মদ মসজিদের নামে ৪২ বিঘা সম্পত্তি দান করেন। কিন্তু স্থানীয় বাসিন্দা মৃত ময়নুল হক সরকারের ছেলে জোয়ারদার হোসেন লিটন ওই সম্পত্তি নিজেদের কবজায় রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে জমিগুলো বেদখল ঠেকাতে আদালতে একটি নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও জোয়ারদার হোসেন পেশি শক্তির বলে সেগুলো বেদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে মুসল্লিরা সরকারিভাবে মসজিদের সম্পত্তি উদ্ধার ও তদারকি দাবি করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঐতিহ্যবাহী পলিপাড়া মাসিমপুর জামে মসজিদের ৪২ বিঘা সম্পত্তি রয়েছে। এ সম্পত্তির আয় দিয়েই মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা হওয়ার কথা।

কিন্তু সম্পত্তি দাতা হাজী তকের মোহাম্মদের চতুর্থ প্রজন্ম জোয়ারদার হোসেন ওরফে লিটন জমিগুলো দখলে নিয়েছেন। সেগুলো তিনি স্থানীয়ভাবে বন্ধক ও ব্যক্তিগতভাবে লিজ প্রদান করে অর্থ আত্মসাৎ করছেন। ওই অর্থ দিয়ে মসজিদের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছেন না। এ কারণে ফুঁসে উঠেছেন স্থানীয় মুসল্লিরা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ছালেক মিয়া বলেন, মসজিদের জমিগুলো দাতার লোকজন ভোগদখল করে খাচ্ছে। জমি বন্ধক রাখছে, লিজ দিচ্ছে। এমনকি মসজিদের পাশে রাস্তার ধারের জমি বিক্রির পর দোকানঘর নির্মাণ করতে চেয়েছিল, মুসল্লিরা বাধা দিয়েছে। ওই জমিগুলো মসজিদ উন্নয়নে কোনো কাজে লাগছে না।

তিনি বলেন, এ জমিগুলো সরকারিভাবে উদ্ধার করে তদারকি দরকার।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মুসল্লি বলেন, মসজিদের জমিগুলো জোয়ারদার হোসেন লিটন আত্মসাৎ করছেন। নিজের দখলে রেখে চাষাবাদ করে মসজিদে কোনো আয় দেখাচ্ছেন না। এলাকাবাসী প্রতিবাদ করেও কোনো সুফল আসেনি।

তারা আরও বলেন, দখলকারী জোয়ারদার হোসেন লিটন একজন ভূমিদস্যু ও এলাকার প্রভাবশালী। এ কারণে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। একই কথা বলেন আরও কয়েকজন মুসল্লি।

এ ছাড়াও, প্রায় ১৫ বছর ধরে মসজিদের মোতাওয়াল্লি আছেন আয়মন রেছা বেগম। তার ভাতিজা জোয়ারদার হোসেন লিটন বর্তমান মোতাওয়াল্লি বলে দাবি করছেন।

আয়মন নেছা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে মসজিদের মোতাওয়াল্লি। কৌশলে জোয়ারদার হোসেন লিটন মোতাওয়াল্লি হওয়ার চেষ্টা করছেন। জমিগুলো বেদখল করে খাচ্ছে। সে ভূমিদস্যু ও অসৎ মানুষ।

সরেজমিন পলিপাড়া মাসিমপুর মসজিদ প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, নতুন করে বর্ধিত অংশের কাজ চলছে।

এ সময় কয়েকজন মুসল্লি আক্ষেপ করে বলেন, ব্যক্তিগত অর্থায়নে মসজিদ নির্মাণ করে দিচ্ছেন আবু নুর মোহাম্মদ আহসান হামিদ নামে একজন দানশীল ব্যক্তি। তার পরও ওই জোয়ারদার হোসেন লিটনের লোকজন তাকে কাজে বাধা দিচ্ছেন। এ কারণে কাজ থেমে রয়েছে।

অভিযুক্ত জোয়ারদার হোসেন লিটন বলেন, ‘আমি মোতাওয়াল্লি হওয়ার পর জমিগুলো দেখভাল করছি।’

বছরে কত টাকা আয় মসজিদের দেওয়া হয়? আয়গুলো দিয়ে মসজিদের কী কী উন্নয়ন করা হয়েছে?—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনাকে কেন আয়-ব্যয়ের হিসাব দেব? আমার পূর্বপুরুষ জমি দিয়েছে, আমরা দেখভাল করছি।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে রংপুর ওয়াকফ এস্টেট কার‌্যালয়ের হিসাব নিরীক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘হাজী তকের মোহাম্মদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি আয়মন নেছা। এ ঘটনায় উচ্চ আদালতে একটি মামলা চলমান। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১০

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১১

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

১২

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

১৩

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

১৪

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১৭

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১৮

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১৯

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

২০
X