চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিন, আমরা নতুন বাংলাদেশ উপহার দেব : মীর হেলাল

মীর হেলালের নেতৃত্বে হাটহাজারী সদর বাসস্টেশন চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশ। ছবি : কালবেলা
মীর হেলালের নেতৃত্বে হাটহাজারী সদর বাসস্টেশন চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান এমন একজন ভিশনারি নেতা যিনি সাত সমুদ্র তের নদীর ওপার থেকে একদিকে যেমন গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে সমৃদ্ধ জাতি গঠনে মহাপরিকল্পনা এঁকেছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের একটি নতুন বাংলাদেশ উপহার দেব।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে হাটহাজারী সদর বাসস্টেশন চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।

ব্যারিস্টার হেলাল বলেন, ‘সমগ্র দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধু জুলাই মাসেই কয়েকশ বিএনপির নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। মাত্র গুটিকয়েক ব্যক্তির নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়নি। আজ একটি গোষ্ঠী বাংলাদেশের গণমানুষের এ আন্দোলন ছিনিয়ে নিতে চায়।’

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বড় শরিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তারেক রহমানের উপর রয়েছে বাংলাদেশের মানুষের প্রবল আস্থা। তিনি আগামী নির্বাচনে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপি সদস্য সচিব অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলার সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন রিয়াদ ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল বক্তব্য রাখেন।

এ ছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, গাজী মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির ও জিএম সাইফুল আলম।

তাছাড়া বিএনপি নেতা হাসান মাস্টার, সালাউদ্দীন আলী, রহমত উল্লাহ চৌধুরী, আজম মাস্টার, ডা. আবুল খায়ের, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, নুর খান, শহীদুল ইসলাম, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মোহাম্মদ শাহেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমসহ উপজেলা, ইউনিয়ন, বিএনপির সভাপতি, ওয়ার্ড বিএনপির নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বাস স্টেশন কলেজ রোড, আদালত রোড, বাজার ঘাটা থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে ‘রহস্যময়’ পোস্ট হাসনাতের

ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রতিশোধ : আমান উল্লাহ

গাজায় চেষ্টা করেও বাঁচানো যায়নি ইসরায়েলের সেনাকে

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

টি-স্পোর্টস থেকে পাওনা নিচ্ছে না বিসিবি

খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

বেগম জিয়া মানুষের অধিকার আদায়ে কারো সঙ্গে আপস করেননি : মাহমুদ

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

১০

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

১১

‘নিখোঁজ’ মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির

১২

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

১৩

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

১৪

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

১৫

ময়মনসিংহের ৬০ মন্দিরে বিএনপির উৎসব প্রণোদনা

১৬

মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

১৭

দুর্গাপূজার ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

১৮

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

১৯

খুবিতে চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

২০
X