পাথর লুটপাট বন্ধে এবার জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেড পলি রানি দেব কোনো মন্তব্য করেননি।
আভিযানিক দলকে, নদীর তীরে ভিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। এসময় নদীর পাড়জুড়ে অসংখ্য নৌকার মাঝিরা ভিড় করেন।
অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকার করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। যেকারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে।
তবে নৌকার মালিকরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি বলেন, যারা পাথর উত্তোলন করে তাদের পুলিশ কিছু বলতে পারে না। তাদের কাছ থেকে উল্টো তারা টাকা-পয়সা নেয়। অথচ আমাদের ঘাটে ভিরিয়ে রাখা নৌকাগুলো তারা ভেঙে দিছে।
আরেক মাঝি বলেন, আমি কিস্তিতে টাকা এনে নৌকা বানাইছি। আমার নৌকাটা ভেঙে দিছে। এখন আমি কীভাবে চলব? যত দোষ সব গরিবের। অথচ যারা পাথর ও বালু উত্তোলন করে তারা তাদের কিছু বলতে পারে না।
মন্তব্য করুন