সিলেটের জাফলংয়ে জিরো পয়েন্টে পাথর চুরি ও লুটপাট বন্ধ করতে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত এই পাথর উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে জাফলং জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আধারে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘণ্টা পুলিশ-বিজিবির টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে আমরা সেখান থেকে খুঁজে বের করে প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাবো।
এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে।
এর আগে, বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এ ছাড়া সিলেট-ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাবের সম্মুখে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে আরেক অভিযান পরিচালনা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাপাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। এ সময় সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদাপাথরের নদীতে ফেলে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন