বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না এবং মব সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে না।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। সংস্কারের নামে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চাইছে।
তিনি বলেন, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলে এসব টাকা দেশে ফিরিয়ে আনা হবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় বরুড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নূরু, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন কল্লোল।
এ ছাড়া পৌরসভা বিএনপিতে সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক মেয়র জসিমউদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হন সাবেক কমিশনার মো. জাকির হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, মহানগর নেতা আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির নেতা মোস্তফা জামান ও সরওয়ার জাহান দোলন।
বরুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাইফুর আলম, মোজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগমসহ কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন