জামালপুর বকসীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা।
আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,নিউজ চ্যানেল জার্ণালিস্ট এসোসিয়েশন, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ সাংবাদিক বহুমূখি সমবায় সমিতি, ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্র, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্ণালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, এমইউজে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আনম ফারুক, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন শাহিদ, ময়মনসিংহ সাংবাদিক বহুমূখি সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি নিয়ামুল কবির সজল, ইয়ুথ জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা জানান। সেইসাথে সাংবাদিক নির্যাতন বন্ধ, সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি করেন।
মন্তব্য করুন