নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ব্রিজের পাশ থেকে নুরুজ্জামান ওরফে জামাল নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আদমপুত্র-দুল্লিবৈরাটি সড়কের বড়বিল এলাকার ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামান ওরফে জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মগল চাঁনের ছেলে। ঘটনাস্থল থেকে রক্তমাখা অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মৎস্য শিকারিরা রাস্তার ওপর রক্তমাখা সিএনজি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে রাস্তাজুড়ে রক্তের দাগ দেখে পাশের পানি থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সিআইডি আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের চাচা মকুল মিয়া জানান, সকালে ঘুম থেকে উঠে ভাতিজার মৃত্যুর খবর পাই। মঙ্গলবার সকালে সে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা রক্তমাখা সিএনজি দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে রক্তের দাগ অনুসরণ করে মরদেহ উদ্ধার করি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃতদেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য করুন