মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জেলা আ.লীগের কমিটিতে সরকারি স্কুলের শিক্ষক

মেহেরপুর জেলা আ.লীগের পরিচিতি ও আলোচনা সভায় শিক্ষক আব্দুর রকিব। ছবি : কালবেলা
মেহেরপুর জেলা আ.লীগের পরিচিতি ও আলোচনা সভায় শিক্ষক আব্দুর রকিব। ছবি : কালবেলা

গাংনীর চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব শিক্ষকতার পাশাপাশি করেন রাজনীতি। নিয়মনীতির তোয়াক্কা না করে, সরকারি চাকরি করলেও পাশাপাশি তিনি বর্তমান সরকারদলীয় সংগঠন মেহেরপুর জেলা আওয়ামী লীগের ২৬ নম্বর সদস্য।

নবগঠিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম পরিচিতি সভাসহ জেলা কমিটির সভা সমাবেশে তার রয়েছে সরব উপস্থিতি। তবে তার দাবি, তিনি নিজে জেলা কমিটির সদস্য নন। একই নামে অন্য এক আব্দুর রকিব জেলা আওয়ামী লীগের সদস্য। তবে জেলা আওয়ামী লীগ কমিটির পরিচিতি সভা ও অন্যান্য সভা সমাবেশে তার সরব উপস্থিতির কারণের কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে ওই শিক্ষক আওয়ামী লীগের সদস্য পদ পেয়েছেন।

এই বিষয়ে জিজ্ঞাসা করলে গাংনীর চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব বলেন, ‘এই তথ্য আপনি কোথায় পেলেন? কথাটা সত্য নয়। আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভায় আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে সাধারণ সম্পাদক খালেক ভাইয়ের সঙ্গে ছিলাম। ওই দিন অনেকেই ছিল। কমিটির সদস্য গাংনীর থানা পাড়ার রকিব। আমাদের দুজনের নামের মিল আছে বলেই আপনারা এমন ভাবছেন।’

এই বিষয়ে জিজ্ঞাসা করলে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেশ রঞ্জন রায় বলেন , আব্দুর রকিব যে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং জেলা আওয়ামী লীগের পদে আছে এটা আমার জানা নেই। তবে সরকারি চাকরি করে কেউ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন না, এইটা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার পরিপন্থি। আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ সত্য হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের ১ নম্বর সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী বলেন, রকিব সাধারণ সম্পাদক এম এ খালেকের ঘনিষ্ঠ, সেই তাকে জেলা কমিটিতে ঢুকিয়েছে। রকিব চাকরি করে কিনা এবং ঠিক কোন প্রক্রিয়াতে দলের কমিটিতে ঢুকল সেটা আমি জানি না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেনকে মোবাইলে এই ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে জানান।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক আব্দুর রকিবের ব্যাপারে কোনো মন্তব্য না করে শুধু বলেন, ‘আব্দুর রাকিব স্কুল শিক্ষক, আমি তাকে চিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা থেকে শাহবাগে জুলাই শহীদের স্ত্রী ফাতেমা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি শুরু কখন থেকে?

দেশের মানুষ আ.লীগকে আর দেখতে চায় না : ফখরুল 

শাহবাগে ফাঁসিতে ঝুলছে শেখ হাসিনার প্রতিকৃতি

তদবিরে অতিষ্ঠ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নতুন নির্দেশনা জারি

ডিসেম্বরে মীরগঞ্জ সেতুর কাজ শুরু হবে : উপদেষ্টা সাখাওয়াত

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : খাদ্য উপদেষ্টা

ফেসবুকে পোস্ট করে আ.লীগকে নিষিদ্ধ করা যায় না : দুদু

‘আ.লীগ নিষিদ্ধে আইনগত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা দরকার’

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ট্রাম্প

১০

সুযোগ পেলে জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব : তামিম

১১

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

১২

আ.লীগ নিষিদ্ধে বিএনপি অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ

১৩

‘উত্তেজনা বৃদ্ধি চাই না’ বলছে দিল্লি

১৪

পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ অর্থ কি?

১৫

তরুণরাই বিএনপির শক্তি, পরিবর্তনের প্রধান হাতিয়ার : নাসির

১৬

ফ্যাসিবাদের পতনের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে : ডা. তাহের

১৭

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল

১৮

বাংলাদেশের আরও দুই টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ ভারতে

১৯

শাহবাগে বসেছে জুলাই মঞ্চ

২০
X