

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত প্রচার হবে নাটক, গান, কবিতা, আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন।
দিনের শুরুতেই সকাল সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধ থেকে এবং সকাল ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর মাঝে সকাল ৯টায় থাকছে ছোটদের বিশেষ অনুষ্ঠান। সকাল ১০টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘বিজয় পতাকা’। কবিরুল ইসলাম রতন, ফারহানা চৌধুরী বেবী ও শাহানুর খান রিপনের পরিচালনায় এতে নৃত্য পরিবেশন করবেন ফারহানা চৌধুরী বেবী, সিনথিয়া ইয়াসমিন, শাওন শান, সাব্রিনা শাফি নিসা, জিনিয়া জোছনা ও আব্দুর রশিদ স্বপন।
দুপুর ১২টা ৩০ মিনিটে কবিতা আবৃত্তি এবং ২টা ৩০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। বিকেল ৫টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে দেশের গান গেয়ে শোনাবেন রাজিব, অপু আমান, স্মরণ, শবনম প্রিয়াংকা, মেজবা বাপ্পি, পিয়াল হাসান, প্রিয়াংকা বিশ্বাস ও লাবণী আক্তার। সন্ধ্যা ৭টায় থাকছে বিশেষ আলেখ্যানুষ্ঠান।
দিনের অন্যতম আকর্ষণ রাত ৯টার বিশেষ নাটক ‘মানচিত্র’। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, কাজী আসাদ, আইনুন নাহার পুতুল, বাবুল আহমেদ, আবদুর রহমান, উদয় খান, আমিরুল ইসলাম জনি, বি এম আজাদ, আসমা শিউলি ও হুমায়ূন কাবেরী।
নাটকের গল্প গড়ে উঠেছে একাত্তরের প্রেক্ষাপটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল ও গ্রামের তরুণী বকুলের প্রেম, মুক্তিযুদ্ধ এবং একটি পতাকাকে কেন্দ্র করে ট্র্যাজিক পরিণতির কথা উঠে আসবে এতে। আয়োজনের শেষ অংশে রাত ১১টায় প্রচার হবে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।
মন্তব্য করুন