অপহরণ করে চাঁদা দাবি করার অপরাধে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
আসামিরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী থানার মোহাম্মদ ইসলামের বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আলী প্রঃ রিপন (৪৮), একই থানার ৬ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ চেয়ারম্যান বাড়ির মৃত মোজাহেরুল হকের ছেলে বর্তমানে পাঁচলাইশ থানার চশমাহিল রহমান নগর এলাকার সামন্ত দোহার বাড়ির বাসিন্দা মো. সাইফুল্লাহ (৫১), নোয়াখালী সুধারাম থানার মাইজদী শান্তিনগর এলাকার মৃত ছিদ্দিক উল্লাহর ছেলে বর্তমানে পাঁচলাইশ থানার রুবি গেট এলাকার আবুল হাশেমের বাড়ির বাসিন্দা আরমান হোসেন বাবুল (৫১), পাঁচলাইশ থানার সিঅ্যান্ডবি মাইজপাড়া এলাকার মৃত আসলাম খানের ছেলে মো. রাসেল (৩০)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. খায়রুল ইসলাম কালবেলাকে জানান, মোহাম্মদ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে চান্দগাঁও থানার একটি টিম এসি বায়েজিদ বোস্তামি স্যারের সহায়তায় বায়েজিদ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও চারজনকে আটক করে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন