ভ্যানগাড়িতে সাজানো মঞ্চে রাখা রাজকীয় আসন। সেই আসনে বসে আছে ছোট্ট একটি মেয়ে। তার চারপাশ ঘিরে উৎসুক জনতা। মেয়েটি কখনো দাঁড়িয়ে, কখনো বসে হাত নেড়ে উৎসুক মানুষকে শান্ত করার চেষ্টা করছে। তার হাতে এক গুচ্ছ ধানের শীষ। পপনে গোলাপি রঙের শাড়ি। গলায় মালা ও চোখে চশমা। ক্ষুদে খালেদা জিয়াকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বুধবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর হোসেন পাপ্পুর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় এমন দৃশের দেখা মেলে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সেজেছিল নয় বছরের ছোট্ট শিশু রামিসা ফারিহা। সে গৌরীপুর পৌর শহরের জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
শোভাযাত্রার সামনে থেকে খালেদা জিয়ার সাজে সজ্জিত ছোট্ট শিশু রামিসা ফারিহা জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছে। শুধু তাই নয়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহর ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেছে রামিসা। এ ছাড়াও শহরের উত্তর বাজার এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বৃক্ষরোপণ করেছেন তিনি।
জানা গেছে, রামিসার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লায়। তার বাবা জহিরুল ইসলাম রমজান স্থানীয় যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে যুবদলের শোভাযাত্রায় শিশুকে বেগম খালেদা জিয়ার সাজে সাজিয়ে নিয়ে আসেন তার বাবা।
রামিসার বাবা বলেন, বিগত ১৭ বছর আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারিনি। আজকে মেয়েকে নিয়ে এসেছি যুবদলের কর্মসূচিতে। মেয়েও দেশনেত্রী খালেদা জিয়া সেজে আনন্দিত। আপনারা আমার মেয়ে ও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন, সমকালীন সময়ে আমাদের দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় আর কেউ নেই। এমন বহু মানুষ পাওয়া যাবে, যারা বিএনপির রাজনীতি করেন না, বিএনপির নীতি-আদর্শের সমর্থক নন, তারাও দেশনেত্রীকে পছন্দ করেন। দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই আমরা রামিসাকে বেগম খালেদা সাজিয়েছি।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, এই ১৭ বছর আমাদের আন্দোলন-সংগ্রামে আমাদের শক্তি ও অনুপ্রেরণা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় আর কেউ নেই। আজকে আমাদের কর্মসূচিতে ক্ষুদে খালেদা জিয়াকে মানুষ যেভাবে বরণ করে নিয়েছে এটা দেখে আমরা সত্যিই আনন্দিত।
অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য ওয়ালিউল্লাহ রুবেল, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, গৌরীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সদস্য শাহীন আলম হৃদয়, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান পিপলু, জহিরুল ইসলাম রমজান, সোহাগ মিয়া, হাবিব উল্লাহ রুবেল, মোস্তাকিম হাসান বাবু প্রমুখ।
মন্তব্য করুন