সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের নেতাকে কুপিয়ে হত্যা

নাহিয়ান আজম ইভান। ছবি : সংগৃহীত
নাহিয়ান আজম ইভান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর গ্যাং নেতা’ নাহিয়ান আজম ইভান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।

আজম ইভান ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর ছেলে। তিনি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইভানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাং নেতা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল। সর্বশেষ কয়েকদিন আগে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় আজম ইভনাকে।

স্থানীয়রা জানায়, মাদক ব্যবসাসহ নানা বিষয়ে ইভানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল, তার ভাই বাবু ও সফিকুল ইসলামের। তার জেরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এক মাস আগে ‘চোর’ আখ্যা দিয়ে ইভান পাগলা সাইফুল ও তার সহযোগীদের মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিল পাগলা সাইফুল গ্রুপ।

ইভানের বড় ভাই রাফিন জানায়, রাত সাড়ে ৮টার দিকে ইভান মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিল। তখন স্টেডিয়াম এলাকায় তার পথরোধ করে একই এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ শফিকুল, সাইফুল ও বাবুসহ ৮-১০ জন মিলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় শরীফ নামে একজন তাকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আজম বাবু বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

জানা গেছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর ইয়াবাসহ আজম ইভানকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। ২০২২ সালের ১১ মার্চ ৮ সহযোগী ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয় ইভান। পরে জামিনে বের হলে একই বছরের ১৯ মে আবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ৫ সহযোগীসহ ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রত্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ

ভোট না দিলে কি গোনাহ হবে? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোটভাই নিহত, হাসপাতালে বড়ভাই

ঢাবি অ্যালামনাই পরিচয়ে পর্যবেক্ষক কার্ড পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থী 

যোগ্য নেতা নির্বাচন না করলে যে শাস্তি দেবেন আল্লাহ

উত্তরায় খাল পরিষ্কার করলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

ইউসিবি ব্যাংকের ঋণ পরিশোধ করতে এনআরবিসিকে নির্দেশ

নির্মাণ কাজ সম্পূর্ণ না করে অতিরিক্ত বিল প্রদান, দুদকের অভিযান

ডাকসু নির্বাচনে যাকে ভোট দিতে বললেন সারজিস

১০

মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

১১

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করতে হবে

১২

যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন : আসিফ নজরুল

১৩

ক্যালকুলেশান করে আমাকে ভোটবঞ্চিত করলে গাদ্দারি করবেন : মেঘমল্লার

১৪

আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু

১৫

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

১৬

ডাকসুতে ভিপি পদে দাঁড়ানোর কারণ জানালেন উমামা ফাতেমা

১৭

একটি কক্ষ, একটি ইতিহাস

১৮

ডাকসু নির্বাচন / আ.লীগের বিভিন্ন গ্রুপে ভিপি পদে শামিমকে জেতানোর নির্দেশনা!

১৯

শেষ সময়ে ডাকসু নির্বাচনের ৬ প্রার্থীকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

২০
X