

সাভারে দুই সাংবাদিকের নামে হওয়া মামলায় তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় তিতাস কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় তারা মামলা প্রত্যাহারের দাবি জানান।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক আলোকিত বাংলাদেশের সাভার প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ১৪ আগস্ট দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানাকে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের চার্জশিটভুক্ত প্রধান আসামি সামিউল আলম শামীমের দায়ের করা পাল্টা মামলায় ফাঁসানো হয়েছে ভুক্তভোগী সাংবাদিকসহ তার সহকর্মী জাহিন সিংহকে। এ মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বাদীর অফিস ভাঙচুরের অভিযোগ প্রমাণের কথা বলা হয়। একে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে বক্তারা বলেন, এটি ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থি ।
মানববন্ধনে বক্তব্য দেন সাভার টেলিভিশন রিপোর্টার ইউনিটির সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিবেদক নাজমুল হুদা, এখন টেলিভিশন ও দৈনিক কালবেলা পত্রিকার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, সাভার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলম, সাভার প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক, যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, আশুলিয়া প্রেস ক্লাবের সহসভাপতি ওমর ফারুক, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, দৈনিক সংবাদের প্রতিনিধি লোটন আচার্য্য, দেশ রূপান্তরের ওমর ফারুক, নয়া দিগন্তের ইমরান হাসান নিলয় প্রমুখ।
মন্তব্য করুন