‘নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে নাটোরের চলনবিলে হয়ে গেল জেলা প্রশাসন কর্তৃক নৌকাবাইচ। প্রায় চল্লিশ বছর পর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে ঢল নামে হাজার হাজার মানুষের। এতে অংশ নেয় সিরাজগঞ্জ ও পাবনা জেলার ১২টি পানসি নৌকা দল।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উজেলার বিলষা গ্রামে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ।
দুপুর ২টার দিকে বাইচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। ঢাক, ঢোল, বাউল গান আর মাঝিমাল্লার বৈঠার তালে পানির ছকছক শব্দে শুরু হয় বাইচ। এদিন সন্ধ্যা পর্যন্ত চলে বাইচ।
এদিকে সকাল থেকেই জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন জেলা শহর ও উপজেলা থেকে নৌকা নিয়ে আসা মানুষ ভিড় করেন বিলের চারদিক। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ আর প্রবীণদের মিলনমেলায় রূপ নেয় পুরো বিল এলাকা। প্রাণবন্ত এ আয়োজন যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব সাইদুর রহমান জানান, আমি চলনবিলের সন্তান। বহু বছর পর এ ধরনের নৌকাবাইচ দেখে আমি অভিভূত ও আনন্দিত। নিজ জন্মভূমি চলনবিলে এ বাইচের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
আয়োজক জেলা প্রশাসক আসমা শাহীন জানান, গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য ফিরে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আয়োজক কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মিলন মিয়া ও পিআইও আমিনুল ইসলাম জানান, পয়েন্টভিত্তিক প্রতিযোগিতায় তিনবার অংশগ্রহণ করে প্রথম হয়েছে সিরাজগঞ্জ জেলার নিউ একতা এক্সপ্রেস নৌকা, দ্বিতীয় বাংলার বাঘ ও তৃতীয় হয়েছে আল মদিনা নৌকা।
শেষে নৌকাবাইচে প্রথম স্থান অর্জনকারীকে মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ফ্রিজ ও তৃতীয় স্থান অর্জনকারীকে এলইডি টিভি তুলে দেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ প্রমুখ।
মন্তব্য করুন