বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অবরুদ্ধ অফিস-আদালত

বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত অবরুদ্ধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।। ছবি : কালবেলা
বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত অবরুদ্ধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।। ছবি : কালবেলা

বাগেরহাটে অফিস ও আদালত অবরুদ্ধ করে রেখেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। মূলত, চারটি আসন বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরে মিছিল নিয়ে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে যান।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন মিছিলকারীরা। তারা বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে আন্দোলন করছেন মিছিলকারীরা।

সেইসঙ্গে ৯টি উপজেলায়ও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারি অফিসের সামনে অবস্থান করছেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানান ওয়াহিদুজ্জামান দিপু। তিনি বলেন, আমরা উচ্চ আদালতে রিট করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি আগামী সপ্তাহে শুনানি হবে। আমরা কাঙ্ক্ষিত সুবিধা পাব।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসনবিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

তানজানিয়ায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার

১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

সোনারঙে চন্দ্রপ্রভা বিলাচ্ছে মুগ্ধতা

দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আরডিএর নিয়োগ জালিয়াতি : রিমান্ডে মিলেছে মূলহোতাদের তথ্য

‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেপ্তার 

৯ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিক্ষোভে উত্তাল পর্তুগাল, রাজপথে হাজারও মানুষ

‘ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে না’

১০

সাতক্ষীরার প্রথম নারী ডিসি আফরোজা আখতার

১১

‘জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান’— এই কথা কি হাদিসে আছে

১২

অমুসলিমের পান করা অবশিষ্ট পানি কি নাপাক?

১৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

৯ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

১৬

মাঝরাতে মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন

১৭

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

১৮

ঢাকার নতুন ডিসি শফিউল আলম

১৯

দেশের ১৫ জেলায় নতুন ডিসি

২০
X