ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

সোনারঙে চন্দ্রপ্রভা বিলাচ্ছে মুগ্ধতা

নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে ফুটে আছে চন্দ্রপ্রভা ফুল। ছবি : কালবেলা
নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে ফুটে আছে চন্দ্রপ্রভা ফুল। ছবি : কালবেলা

ষড়্ঋতুর পালাবদলে প্রকৃতিতেও আসে নানা পরিবর্তন। ঋতুভেদে প্রকৃতিতে ফোটে চোখজুড়ানো নানারকম ফুল। এসব ফুল প্রকৃতিকে অলংকৃত করে সাজিয়ে তোলে। তবে কিছু কিছু ফুল প্রায় সব ঋতুতেই নিজেদের অস্তিত্ব জানান দিয়ে প্রকৃতিকে রাঙিয়ে রাখে মোহনীয় সৌন্দর্যের বর্ণচ্ছটা দিয়ে।

তেমনই এক চোখজুড়ানো ফুল চন্দ্রপ্রভা কুমিল্লার ব্রাহ্মণপাড়ার হেমন্তমাখা প্রকৃতিকে সোনারঙে রাঙিয়ে রেখেছে নয়নাভিরাম সৌন্দর্য দিয়ে। এ ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রেমীসহ সব বয়সী মানুষ।

জানা গেছে, হলদে চন্দ্রপ্রভা বা সোনাপাতি গাছের বৈজ্ঞানিক নাম টেকোমা স্ট্যান্স। এর ইংরেজি নাম ইয়েলো বেলস, ইয়েলো ট্রামপেট, ইয়েলো ইলডার। চন্দ্রপ্রভা একটি সপুষ্পক উদ্ভিদ। এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। এটি চিরহরিৎ গুল্ম বা ছোট গাছ যা বহু বছর ধরে বাঁচে। এ গাছে ডালের আগায় থোকায় থোকায় হলুদ রঙের ফুল ফোটে।

এর ফুল দেখতে অনেকটা চুঙ্গি বা ঘণ্টা আকৃতির। এর পাতা যৌগিক, আট থেকে পনেরো সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা বীজের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। এ ছাড়া কলমের মাধ্যমেও এর বংশবিস্তার করা যায়। চন্দ্রপ্রভা গাছের কিছু প্রজাতির মধ্যে লাল চন্দ্রপ্রভা ও হলুদ চন্দ্রপ্রভা বেশি পরিচিত।

চন্দ্রপ্রভা গাছে মূলত গ্রীষ্ম-বর্ষা ও শরৎ-হেমন্তে বেশি ফুল ফুটতে দেখা যায়। তবে বছরের অন্যান্য সময়েও কিছু কিছু গাছে অল্প ফুল ফুটতে দেখা যায়। চন্দ্রপ্রভা ফুল মৌমাছি ও কীটপতঙ্গকে বিশেষভাবে আকৃষ্ট করে। এ গাছটি চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর পাতা সবুজ ও খাঁজকাটা। এটি একটি ঝোপালো আকৃতির গাছ। চন্দ্রপ্রভা গাছের আদি নিবাস আমেরিকা। তবে এ গাছটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের অফিসিয়াল ফুল, আর ব্রাহমার পুষ্পপ্রতীকে এ ফুলের ব্যবহার হয়।

শুধু সৌন্দর্যবর্ধনই নয় চন্দ্রপ্রভা গাছের রয়েছে নানা ঔষধি গুণ। নানা রোগ প্রতিরোধ ও নিরাময়ে এ গাছের বিভিন্ন অংশ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। মূত্রনালির রোগে, নারীদের মাসিকসংক্রান্ত ব্যথা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও কিডনির কার্যক্ষমতা উন্নয়নে এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এ ছাড়া আরও উপকারিতা রয়েছে এই গাছের।

স্থানীয় বাসিন্দা সাইদুল হাসান পলাশ বলেন, সবুজের মাথায় থোকায় থোকায় ফোটা চন্দ্রপ্রভা ফুল আমাদের মুগ্ধ করছে। আমাদের উপজেলায় খুব বেশি একটা এই গাছ না থাকলেও যেখানেই এই গাছ আছে কেবল ফুলের জন্যই সহসাই এই গাছটি চোখে পড়ছে।

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম সানি বলেন, বসন্তে প্রকৃতিতে বেশি ফুল ফুটলেও অন্যান্য ঋতুতে ফোটা ফুলও মানুষকে আকৃষ্ট করে। আকৃষ্ট হওয়ার মতো তেমনই এক ফুল চন্দ্রপ্রভা। হেমন্তের প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে এই ফুল। বছরের প্রায় সময়ই এই ফুল ফুটতে দেখা যায়। তবে এ সময়টায় চন্দ্রপ্রভা ফুল বেশি ফুটেছে বলে দেখতে বেশ ভালো লাগছে।

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলম বলেন, মানুষ আর প্রকৃতি একে-অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফুল হচ্ছে প্রকৃতির প্রাকৃতিক অলংকার। ফুল সববয়সী মানুষকে আকৃষ্ট করে ও মনে প্রশান্তি দেয়। এই সময়টায় চন্দ্রপ্রভা বা সোনাপাতি ফুল বেশি পরিমাণে ফুটেছে বলে এ ফুলের সৌন্দর্যে প্রকৃতি রঙিন হয়ে উঠেছে। আসা-যাওয়ার পথে হঠাৎ হঠাৎ চোখে পড়ছে এ মনমাতানো ফুলের সৌন্দর্য।

তিনি আরও বলেন, প্রকৃতির শোভা বাড়াতে চন্দ্রপ্রভা বা সোনাপাতি গাছের চারা সড়কের পাশে রোপণ করলে প্রাকৃতিক পরিবেশ শোভাময় হয়ে উঠবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহযোগী হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক সোহেল রানা বলেন, চন্দ্রপ্রভা ফুল এ সময়টায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এ ফুলের অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করছে। আসা-যাওয়ার পথে কোথাও চন্দ্রপ্রভা ফুল দেখলে অসম্ভব সৌন্দর্যের কারণে দৃষ্টি আটকে যায়।

তিনি আরও বলেন, প্রকৃতিতে জন্মানো প্রতিটি উদ্ভিদই মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এসব উদ্ভিদের মধ্যে স্বাস্থ্য উপকারিতার গুণাগুণ প্রাকৃতিকভাবেই দেওয়া হয়েছে। চন্দ্রপ্রভাও তেমনি একটি উদ্ভিদ। এই উদ্ভিদ ব্যবহারেও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তবে যেকোনো উদ্ভিদ ওষুধ হিসেবে ব্যবহারের আগে সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরির সুযোগ

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, শত শত ফ্লাইট বাতিল

জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

খাবার খেয়ে ঘুমাতে যায় আরশি, বোন এসে দেখে নিথর দেহ

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার খবর কী

যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

হাসপাতালে নবজাতকসহ চিরকুট, সহায়তায় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’

গৌরী খানের পরামর্শেই বদলে যায় অমৃতার ভাগ্য

মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে সেমিফাইনালে মায়ামি

মিশরের মরুভূমিতে মিলল গ্যাসের খনি, মজুত কত?

১০

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্য

১১

এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

১২

কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

১৩

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে

১৪

রাজনীতি থেকে অভিনয়ে ফিরলেন সায়নী ঘোষ

১৫

সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১

১৬

দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৭

তানজানিয়ায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার

১৮

১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

১৯

সোনারঙে চন্দ্রপ্রভা বিলাচ্ছে মুগ্ধতা

২০
X