

বিভিন্ন প্রয়োজনে আমাদের অমুসলিমদের সঙ্গে চলতে হয়। অনেক সময় একসঙ্গে পানাহারও করা হয়। কখনো একই পাত্রে পানিও পান করার প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে যে বিপত্তিটা ঘটে তা হলো, অনেকের ধারণা, অমুসলিমের ঝুটা পানি নাপাক, তা পান করা যাবে না। তাই প্রশ্ন জাগে, ‘বিষয়টি কি আসলেই এমন?’
এ প্রসঙ্গে দেশের জনপ্রিয় ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, ‘অমুসলিমের ঝুটা পানি নাপাক, তা পান করা যাবে না—এ ধারণা ঠিক নয়। নাপাকির নির্ধারিত কারণ ছাড়া সাধারণ অবস্থায় অমুসলিমের লালা নাপাক নয় এবং তাদের ঝুটা পানিও নাপাক নয়। প্রয়োজনের সময় একই পাত্র থেকে পান করতে কোনো অসুবিধা নেই।’
“কোরআনে মুশরিকদেরকে যে ‘নাজিস’ তথা নাপাক বলা হয়েছে, সেটা তাদের আকিদা ও বিশ্বাসের অপবিত্রতার কারণে; এজন্য নয় যে, তাদের শরীরে নাপাকি না থাকলেও তা নাপাক গণ্য হবে।’’ (তাফসীরে ইবনে কাসির, সুরা তাওবার ২৮ নং আয়াত-এর তাফসির দ্রষ্টব্য)
এতে আরও বলা হয়, আসলে অমুসলিমদের সঙ্গে গভীর মহব্বতের সম্পর্ক হওয়া, তাদের উৎসব ইত্যাদিতে অংশগ্রহণ করা নিষেধ। কিন্তু প্রতিবেশী হিসেবে তাদের হক আদায় করা, প্রয়োজনে শরিয়তের সীমা রক্ষা করে তাদের সঙ্গে লেনদেন ইত্যাদি নিষেধ নয়।
মন্তব্য করুন