সুন্দরবনে ঘুরতে যেয়ে সমুদ্রে ডুবে নিখোঁজ পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পর রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরের দক্ষিণ পাশে সাগরে ভাসমান অবস্থায় বনবিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী ডিমেরচর সংলগ্ন বঙ্গোপসাগরে নিখোজঁ হন তিনি।
নিখোঁজ মাহিত আব্দুল্লাহ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। উদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহটি উদ্ধার হয়েছে। কোস্টর্গাড পশ্চিম জোনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তারা পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেবে।
মন্তব্য করুন