চট্টগ্রাম নগরী, পটিয়া, হাটহাজারী ও কক্সবাজারের অনেক প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্কস অলরাউন্ডার-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্র ও শনিবার (১৯ এবং ২০ সেপ্টেম্বর) ৫টি ভেন্যুতে (চিটাগাং পোর্ট অথরিটি স্কুল অ্যান্ড কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চিটাগাং কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, বায়তুশ শরফ জাবেরিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার এবং হাটহাজারী পার্বতী মডেল হাইস্কুল) অনুষ্ঠিত হয়।
গ্রুপভিত্তিক প্রতিযোগিতার বিষয়গুলো : প্লে থেকে চতুর্থ-জুনিয়র স্কুল। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা।
পঞ্চম থেকে অষ্টম- মিডল স্কুল। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। নবম থেকে দ্বাদশ-হাইস্কুল ও কলেজ। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
তিনটি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপরা যথাক্রমে পাবেন ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জনকে (মোট ৫৪ জন) দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার। মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি টাকারও বেশি।
বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
মন্তব্য করুন