জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদকসেবনে নিষেধ করায় ইউপি সদস্যের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই মাদকসেবনকারীকে আটক করে পুলিশে দিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
গুরুতর আহত আমির হোসেন (৭৬) উপজেলার রায়কালী ইউপির এক নম্বর ওর্য়াডের ইউপি সদস্য। তার বাড়ি চিয়ারীগ্রামে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গ্রেপ্তার লোকমান হাকিম (৪০) পাশের তিলকপুর ইউনিয়নের বড়গাছা গ্রামের বাসিন্দা। তিনি এখন চিয়ারীগ্রামে তার দুলাভাইয়ের বাড়িতে বসবাস করেন। এলাকাবাসীর অভিযোগ তিনি মাদকসেবনের পাশাপাশি বিক্রিও করতেন।
পুলিশ ও গ্রামবাসী এবং আহতের পরিবার সূত্রে জানা গেছে, লোকমান হাকিম তার দুলাভাইয়ের বাড়িতে মাদকসেবন ও বিক্রিও করতেন। গ্রামের লোকজন তাকে বারবার নিষেধও করেন। কিন্তু লোকমান হাকিম গ্রামের লোকজনের কথায় কোন কর্ণপাত করেননি। এ ঘটনায় গ্রামের লোকজন স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের কাছে অভিযোগ করেন। গত সোমবার ইউপি সদস্য আমির হোসেন গ্রাম পুলিশ মো. একরামুল ইসলামকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের দুলাভাইয়ের বাড়িতে গিয়ে দেখেন তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে গাঁজা সেবন করছেন। তিনি তখন লোকমানকে সেবনের ব্যাপারে নিষেধ করেন।
এ সময় ওই ইউপি সদস্য আমির হোসেন শাসন করার ছলে লোকমান হাকিমের গালে একটি চড় দেন। এরপর ইউপি সদস্য চৌকিদারকে নিয়ে সেখান থেকে চলে আসেন। এরপর বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আমির হোসেন চন্দনদীঘি বাজারে আলতাফ মাহমুদের ফার্মেসির সামনে স্থানীয় লোকজনের সঙ্গে বসে গল্প করার সময় পাশের একটি স’মিল থেকে কাঠের বাটাম এনে ইউপি সদস্য আমির হোসেনের মাথায় আঘাত করেন। এতে আমির হোসেনের মাথা ফেটে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাদকসেবনকারী লোকমান পালানোর সময় তাকে বাজারের লোকজন আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে রাত ৮টার দিকে আটক করে।
স্থানীয় বাসিন্দা বাচ্চু রহমান বলেন, লোকমান হাকিম মাদকের ব্যবসা করেন। আমরা তাকে গ্রামের পরিবেশ নষ্ট করতে বারণ করেছিলাম। কিন্তু আমাদের কথা শোনেননি। আমরা ইউপি সদস্য আমির হোসেনকে ঘটনাটি জানিয়েছিলাম। তিনি চৌকিদার নিয়ে লোকমান হাকিমকে শাসন করেছিলেন। এ ঘটনায় লোকমান হাকিম বুধবার সন্ধ্যায় চন্দনদীঘি বাজারে ইউপি সদস্যের মাথায় কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করেছেন।
আহত ইউপির সদস্য আমির হোসেনের ছেলে এটিএম হারুনুর রশিদ বলেন, আমার বাবা ইউপি সদস্য লোকমান হাকিমকে মাদকসেবনে বারণ করেছিলেন। ওই ঘটনায় লোকমান হাকিম কাঠের বাটাম দিয়ে আমার বাবার মাথা ফেটে দিয়েছেন। আমার বাবা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। চন্দনদীঘি বাজারের লোকজন লোকমান হাকিম আটকে রেখে পুলিশে দিয়েছেন।
অভিযুক্ত লোকমান হাকিম বলেন, আমি মাদক ব্যবসা করি না। ইউপি সদস্য অযথা আমাকে চড় মেরেছেন। আমি প্রতিশোধ নিতে ইউপি সদস্যের মাথায় আঘাত করেছি। লোকজন আমাকে একটু মারধর করেছে।
আক্কেলপুর থানার উপপরির্দশক (এসআই) সাদমান সাকিব শান্ত বলেন, ইউপি সদস্য আমির হোসেন কয়েকদিন আগে লোকমান হাকিমকে চড় মেরেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী ইউপি সদস্য আমির হোসেনের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেছেন। লোকমান হাকিমকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ইউপির সদস্য আমির হোসেনের ছেলে এটিএম হারুনুর রশিদ একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন