সাপে কামড় দেওয়ার ২২ দিন পর আসাদ আলম টুটুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত টুটুল নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাড়িয়াহাটি গ্ৰামের আব্দুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট মাসের রাত ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় টুটুলকে বিষাক্ত সাপে কামড়ায়। পরে নিজেই সেই সাপের ভিডিও করেন টুটুল । বিষের জ্বালা শুরু হলে বিষয়টি সে রাতেই তার মাকে ডেকে জানান। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২১ দিন ধরে তার চিকিৎসা চলে।
অবশেষে দীর্ঘ ২২ দিন পর আজ ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান জানান, সাপটি চলে যাওয়ার পর আসাদ চিৎকার দিয়ে ওঠে। এ সময় পাশের ঘর থেকে মা ছুটে আসেন। মুঠোফোনে সাপের কাটা স্থানের ছবিও তোলেন। কিছুক্ষণের মধ্যে শরীরে বিষক্রিয়া দেখা দিলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। দুপুরে আসাদের মরদেহ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে দাফন করা হয়।
মন্তব্য করুন